মঙ্গলে শুরু পৌষমেলা, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

December 22, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৫: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ২৩ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ছ’দিন চলবে মেলা। রেকর্ড ভিড়ের আশা করছে মেলা কমিটি। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নিয়েছে পুলিশ, প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থাকছে তিনশোর বেশি সিসিটিভি ক্যামেরা। আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে পুলিশ নজরদারি চালাবে।

কন্ট্রোলরুমে জেনারেল ডায়েরি করা যাবে। বাবা-মায়ের ফোন নম্বর লেখা বিশেষ কার্ড শিশুদের গলায় ঝোলানো হবে। পুলিশ সূত্রে খবর, বোলপুর-শান্তিনিকেতনজুড়ে দু’শোর বেশি সিসিটিভি ক্যমেরা কাজ করছে। মেলা উপলক্ষ্যে অতিরিক্ত তিনশো অস্থায়ী সিসিটিভি ক্যমেরা লাগানো হচ্ছে। মোট আড়াই হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। উইনার্স টিম, ক্যুইক রেসপন্স টিম থাকছে। মোটরসাইকেল এবং ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে শহরে নিয়ম মেনে টহল দেবে পুলিশ। মেলার সামগ্রিক নিরাপত্তা খতিয়ে দেখতে পাঁচটি ড্রোন, ১০টি ওয়াচ টাওয়ারের পাশাপাশি ৩৬টি পুলিশ সহায়তা শিবির থাকছে। অ্যান্টি ক্রাইম টিমও থাকছে।

রবিবার সকালে বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, পুলিশ ও প্রশাসনের কর্তারা মিলে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মেলার মাঠ পরিদর্শন করেন। বিশ্বভারতীর অধ্যাপক তথা মেলা কমিটির আহ্বায়ক অমিত হাজরা, বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল প্রমূখেরা ঘুরে দেখেন। জানা যাচ্ছে, পরিকল্পনা অনুযায়ী মেলার প্রস্তুতি সারা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ যাতে কোনভাবেই লঙ্ঘিত না হয়, তা নিয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যরা চলে এসেছেন। তাঁরা কাজও শুরু করেছেন। মেলায় দূষণ যাতে কোনভাবেই না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে মেলা কমিটি। ভিড়ের কারণে ধূলো ওড়া রুখতে নিয়মিত মেলার মাঠে স্প্রিংকলারের মাধ্যমে জল ছিটানোর পরিকল্পনা রয়েছে। কোনও বিপত্তি ঘটলে যাতে দ্রুত দমকল প্রবেশ পারে, তাও খতিয়ে দেখা হয়। রবিবার দমকলের টেস্ট রানও হয়। জানা গিয়েছে, এবারের মেলায় মোট ১,৬০০টি স্টল থাকছে। প্রায় ১৩০০-র কাছাকাছি স্টলের বুকিং সম্পন্ন হয়েছে। পর্যালোচনার জন্য শনিবার সকাল থেকে স্টল বুকিং বন্ধ ছিল। রবিবার ফের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত খোলা থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen