ঘুমের মধ্যেই সব শেষ! আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যদের

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: শীতের রাতে হাওড়ায় অগ্নিকাণ্ড! হাওড়ার উলুবেড়িয়ায় ঘুমের মধ্যেই আগুনে ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জন সদস্যের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরের সাউড়িয়া গ্রামে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে যায়। চারজনই ঘরের মধ্যে আটকে পড়েন। আগুন জ্বলছে দেখে প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়। দমকল পৌঁছয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ততক্ষণে সব শেষ। আটকে পড়া চারজনের কাউকেই বাঁচানো যায়নি। ঘর থেকে উদ্ধার হয় ওই পরিবারের চার সদস্যের ঝলসানো দেহ।

অনুমান করা হচ্ছে, শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল পরিবারের সদস্যরা। ঘরে আগুন লেগেছে, সম্ভবত তাঁরা টের পাননি প্রথমে। যখন বুঝতে পারলেন, তখন দেরি হয়ে গিয়েছে। ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যদের। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen