ইউরোপের পথে এশিয়া! প্রথমবার চালু হতে চলেছে AFC Nations League

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৭: এশিয়ার মঞ্চে সব দেশের জাতীয় দলের ফুটবলকে আরও সংগঠিত ও প্রতিযোগিতামূলক করতে বড় পদক্ষেপ নিতে চলেছে *Asian Football Confederation*। কনফেডারেশন নীতিগতভাবে *AFC Nations League* চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে স্তরভিত্তিক (tier-based) একটি বার্ষিক জাতীয় দল প্রতিযোগিতা, যেখানে এএফসির ৪৭টি সদস্য দেশ—ভারতীয় দলসহ—নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে।

এশিয়ায় এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম। এর আগে ইউরোপ ও উত্তর-মধ্য আমেরিকায় *UEFA Nations League* এবং *CONCACAF Nations League* সফলভাবে চালু হয়েছে। এএফসির দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুযায়ী, সদস্য দেশগুলির উন্নয়নের জন্য ধারাবাহিক প্রতিযোগিতামূলক কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বর্তমানে *FIFA International Match Windows*–এর সময় কার্যকর প্রতিপক্ষ পাওয়া, বাড়তি খরচ ও লজিস্টিক সমস্যার কারণে অনেক ম্যাচের গুরুত্ব কমে যায়। নতুন নেশনস লিগ এই সমস্যার সমাধান করে নির্দিষ্ট ক্যালেন্ডার, সমমানের প্রতিদ্বন্দ্বিতা এবং স্পষ্ট প্রগ্রেশন পথ নিশ্চিত করবে।

এএফসি সাধারণ সম্পাদক *Windsor John* জানিয়েছেন, এই প্রতিযোগিতা শুধু ক্রীড়াগত দিক থেকেই নয়, বাণিজ্যিক ও সম্প্রচার ক্ষেত্রেও আকর্ষণ বাড়াবে। প্রতিযোগিতার ফরম্যাট ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে শীঘ্রই ঘোষণা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen