আবর্জনার স্তূপ থেকে মিলল চিনা অ্যাসল্ট রাইফেলের স্কোপ, সতর্কতা জারি জম্মুতে
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা আরও একবার প্রশ্নের মুখে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা National Investigation Agency (NIA)-র সদর দফতরের কাছাকাছি একটি আবাসিক এলাকা থেকে উদ্ধার হয়েছে চিনা নির্মিত একটি অ্যাসল্ট রাইফেলের স্কোপ। ঘটনাটি ঘিরে তীব্র নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে এবং তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।
সূত্রের খবর, জম্মু অঞ্চলের আসরারাবাদ এলাকায় এক ৬ বছরের শিশুকে একটি অচেনা যন্ত্র নিয়ে খেলতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের। প্রথমে খেলনা ভেবেই সেটি কুড়িয়ে পেয়েছিল শিশুটি। পরে জানা যায়, কাছের একটি আবর্জনার স্তূপ থেকে ওই বস্তুটি সে পেয়েছিল। প্রাথমিক পরীক্ষায় স্পষ্ট হয়, সেটি একটি চিনা তৈরি অস্ত্রের স্কোপ, যা অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার রাইফেল—দুটিতেই ব্যবহার করা যায়।
সংবেদনশীল এলাকায় এই ধরনের অস্ত্রাংশ পাওয়ায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি অভিযান। পাশাপাশি, স্কোপটি ইচ্ছাকৃতভাবে ফেলে যাওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে জম্মুর সিদ্ধরা এলাকাতেও তল্লাশি বাড়ানো হয়েছে। জম্মু (রুরাল) পুলিশ জানিয়েছে, সিদ্ধরা থেকেই স্কোপটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে সাম্বা জেলা থেকে ২৪ বছরের যুবক তানভির আহমদকে আটক করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তাঁর মোবাইলে Pakistan-সংযুক্ত একটি নম্বর পাওয়া গিয়েছে। অনন্তনাগের বাসিন্দা তানভির বর্তমানে সাম্বায় থাকছিলেন। তাঁর সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রাংশের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় পুলিশ ও Special Operations Group (SOG)-এর টিম মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য কোনও তাৎক্ষণিক হুমকি নেই বলেই জানানো হয়েছে।