‘ক্রিকেট আমাকে শূন্য করে দিয়েছিল’—বিশ্বকাপ হার নিয়ে অকপট রোহিত, জানালেন নিজের পরবর্তী লক্ষ্য

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৩: ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালের যন্ত্রণা আজও তাড়া করে বেড়ায় রোহিত শর্মাকে। রবিবার এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক স্বীকার করলেন, অস্ট্রেলিয়ার কাছে সেই হৃদয়ভাঙা হারের পর তিনি অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন। তাঁর কথায়, “মনে হয়েছিল ক্রিকেট আমাকে সবকিছু দিয়ে শূন্য করে দিয়েছে। আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই।”

ঘরের মাঠে আয়োজিত ২০২৩ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টানা ন’টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল। কিন্তু শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সব স্বপ্ন ভেঙে যায়। ট্রাভিস হেডের দুরন্ত শতরান ভারতের ট্রফি জয়ের আশা শেষ করে দেয়। আহমেদাবাদের সেই রাতের পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন রোহিত।

*Masters Union*-এর মঞ্চে তিনি বলেন, অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৩ বিশ্বকাপই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় শরীর-মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছিল। কয়েক মাস লেগেছিল নিজেকে সামলে মাঠে ফেরার শক্তি জোগাতে।

পরবর্তীতে সেই ব্যথা বুকে নিয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন রোহিত। তিনি মানেন, হতাশা কাটিয়ে নতুন করে শুরু করাই ছিল তাঁর জীবনের বড় শিক্ষা। এখন একদিনের ক্রিকেটেই মনোযোগী রোহিত চান, ২০২৭ বিশ্বকাপ দিয়ে কেরিয়ারের শেষ অধ্যায় লিখতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen