রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়ে কতজন ভারতীয় প্রাণ হারিয়েছেন? তৃণমূল সাংসদের প্রশ্নে মিলল উত্তর

December 22, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: ভারত নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) রাশিয়ার হয়ে লড়তে হয়েছে ভারতীয়দের। তাতে প্রাণ গিয়েছে অনেকের। গত বছর থেকে এমন অভিযোগ সামনে এসেছে। কিন্তু কতজনের প্রাণ গিয়েছে তার উত্তর মিলছিল না। তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে সামনে এল পরিসংখ্যান। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে ২৬জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। সাতজন এখনও নিখোঁজ। এক বছরের বেশি সময় কেটে গেলেও রাশিয়া থেকে প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করা যায়নি, এমনই জানিয়েছে কেন্দ্র।

সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি গত বছর অভিযোগ করেছিলেন, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারত থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাবি ছিল, তেলেঙ্গানা, গুজরাত, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি থেকে ইউরোপে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু রাশিয়ায় নিয়ে গিয়ে এই ভারতীয়দের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়। সেই অভিযোগ মেনেও নেয় কেন্দ্র। মোদী সরকার জানায়, রাশিয়ায় যুদ্ধ করা ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে।

তারপর বছর ঘুরে গিয়েছে, সদ্যসমাপ্ত শীতাকালীন অধিবেশনে এই বিষয়ে সরব হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। দুই সাংসদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, রুশ সেনাবাহিনীতে ২০২ জন ভারতীয়কে নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে ১১৯জনকে দেশে ফেরানো গিয়েছে। ২৬ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকে আছেন ৫০ জন ভারতীয়। তাঁদের দ্রুত ফেরাতে চেষ্টা চলছে।

কেন্দ্রের তথ্যই বলে দিচ্ছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয়রা। এখনও ভারতীয়দের চাকরির টোপ দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত, বিগত তিন বছর ধরে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। সেনার শক্তি বাড়ানোর দিকে জোর দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের সেনায় ভারতীয়দের নিয়োগ করা হচ্ছে। এখনও রাশিয়ায় আটকে রয়েছেন ভারতীয়রা। সাতজনের কোনও খোঁজই দিতে পারেনি রুশ কর্তৃপক্ষ। কেন্দ্রের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen