বড়দিনে ভিড়ভাট্টা নাপসন্দ? ঘরে বসে জমিয়ে উপভোগ করুন এই ৫টি দুর্দান্ত সিনেমা ও সিরিজ
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২১: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই তালিকায় বরাবরই ওপরের সারিতে থাকে বড়দিন বা ক্রিসমাস (Christmas)। শীতের মিঠে রোদ গায়ে মেখে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ইকো পার্কে পিকনিক, কিংবা সন্ধেবেলায় পার্ক স্ট্রিটের আলোকসজ্জা আর নামী রেস্তরাঁয় ডিনার- উৎসব উদযাপনে বাঙালির জুড়ি মেলা ভার। তবে উৎসব মানেই যে রাস্তায় জনস্রোত, তা অনেকেরই পছন্দ নয়। ভিড়ের ধাক্কাধাক্কি এড়িয়ে অনেকেই চান নিজের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে বা একান্তে সময় কাটাতে।
ভিড়ে গা ভাসাতে নারাজ অনেকেই। তাঁদের বড়দিনও যাতে ফিকে না হয়ে যায়, তার ডালি সাজিয়ে বসেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম (OTT platform)। ক্রিসমাস ট্রি, ক্যারলস, প্লাম কেক আর ওয়াইনের ভার্চুয়াল আবহে মন ভালো করতে দেখে নিতে পারেন এই বিশেষ ৫টি ছবি ও ওয়েব সিরিজ।
১) শ্যাম্পেন প্রবলেমস (Champagne Problems): ডিসেম্বর মানেই শীতের আমেজ আর অঘোষিত প্রেমের মরসুম। তাই উৎসবের মেজাজে রোম্যান্স উপভোগ করতে নেটফ্লিক্সে (Netflix) দেখতে পারেন এই রম-কম ছবিটি। গল্পে আমেরিকার বাসিন্দা সিডনি প্রাইস ফ্রান্সে যায় এক বিশেষ ধরনের শ্যাম্পেন কিনতে। আর সেখানেই শ্যাম্পেন বিক্রেতার পুত্রের সঙ্গে তার মন দেওয়া-নেওয়া। বড়দিনের আবহে কী ভাবে সেই প্রেম পরিণতি পায়, তা জানতে হলে দেখতে হবে এই ছবি।
২) আ ভেরি জোনাস ক্রিসমাস মুভি (A Very Jonas Christmas Movie): বড়দিন মানেই পরিবারের কাছে ফেরা। নিক জোনাস ও তাঁর ভাইদের নিয়ে তৈরি এই ছবির মূল বিষয়বস্তুও তাই। হাজারো সমস্যা টপকে লন্ডন থেকে নিউ ইয়র্ক পাড়ি দেন জোনাস ব্রাদার্স। উদ্দেশ্য একটাই, পরিবারের সঙ্গে বড়দিন পালন। কমেডি ঘরানার এই ছবিটি দেখা যাচ্ছে জিও হটস্টারে।
৩) টিনসেল টাউন (Tinsel Town): এই ছবিতে হলিউডের চাকচিক্য আর বড়দিনের উৎসবের মেলবন্ধন ঘটেছে। এক হলিউড (Hollywood) তারকার বড়দিনের এক প্রতিযোগিতায় অংশ নেওয়াকে কেন্দ্র করে এগোয় গল্প। প্রাইম ভিডিয়ো ও অ্যাপল টিভিতে উপলব্ধ এই রম-কম ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে উৎসবের মেজাজ।
৪) আ রয়্যাল মন্টানা ক্রিসমাস (A Royal Montana Christmas): রাজকীয় বিলাসিতা নাকি সত্যিকারের ভালোবাসা- জীবনের কোন পথটি বেছে নেবেন প্রিন্সেস ভিক্টোরিয়া? বড়দিনের আগে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তাঁর দেখা হয় তাঁর স্বপ্নের পুরুষের সঙ্গে। রোম্যান্টিক এই ছবির স্বাদ নিতে চোখ রাখতে পারেন প্রাইম ভিডিয়োয়।
৫) এমিলি ইন প্যারিস- সিজন ৫ (Emily in Paris): প্যারিসের ফ্যাশন, প্রেম এবং অবশ্যই খাবার নিয়ে লিলি কলিন্স ও লুকাস ব্রাভো অভিনীত এই সিরিজ বরাবরই দর্শকদের প্রিয়। প্রথম সিজন থেকেই এই সিরিজে বড়দিনের এক রঙিন আমেজ পাওয়া যায়। পঞ্চম সিজনেও তার ব্যতিক্রম হয়নি। শেফ গ্যাব্রিয়েলের হাতের কেক, টার্কির মাংস এবং নানা সুস্বাদু পদের দৃশ্য ভোজনরসিক বাঙালির জিভে জল আনবে। নেটফ্লিক্সে ইতিমধ্যেই ট্রেন্ডিং এই সিরিজ।
তাই বড়দিনে ভিড় এড়িয়ে যাঁদের গন্তব্য বাড়ির ড্রয়িংরুম, তাঁরা এক কাপ গরম কফি আর কেক হাতে ডুব দিতে পারেন ওটিটির এই দুনিয়ায়।