‘দেশটাকে রাম নাম সত্য করে দিচ্ছে’, মনরেগা-র নাম বদল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

December 22, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম মুছে রাম নাম ছড়ানোর চেষ্টা চলছে। গোটা দেশটাকেই ‘রাম নাম সত্য’ করে দিচ্ছে কেন্দ্রের শাসক দল। ১০০ দিনের কাজের প্রকল্প বা মনরেগা-র (MGNREGA) নাম বদল নিয়ে এভাবেই নরেন্দ্র মোদী সরকারকে (Modi government) তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এসআইআর (SIR) শুনানি পর্ব উপলক্ষ্যে BLA-দের (Booth Level Agent) নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত এক সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই তিনি কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে দেশের ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার অভিযোগ তোলেন। সম্প্রতি লোকসভা অধিবেশনে ১০০ দিনের কাজের প্রকল্প ‘মনরেগা’ থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া এবং কাজের দিন সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এদিন সেই সুর আরও চড়িয়ে মমতা বলেন, “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।”

শুধু প্রকল্পের নাম বদল নয়, নাম না করে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এইরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী, দূরাচারী। তিনি কন্ট্রোল করছেন। তিনিই প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন।” কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, দাঙ্গাকারীরা দেশ চালালে দেশের পরিস্থিতি কী হতে পারে, তা সাধারণ মানুষের বোঝা উচিত।

বাংলার মনীষীদের অসম্মান এবং বাংলা ভাষার অস্মিতা নিয়েও এদিন সরব হন মমতা। সভামঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, “আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি, বিদ্যাসাগর, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে?” বিজেপি সরকারের আমলে দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: ‘বাংলাকে যাঁরা জব্দ করতে চাইছে, তাঁদের স্তব্ধ করব’, নেতাজি ইনডোর থেকে BJP-কে তোপ মমতার

সামনেই নির্বাচন, আর সেই প্রেক্ষাপটে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপিকে কোনওভাবেই বাংলায় জমি শক্ত করতে দেওয়া যাবে না এবং নির্বাচনে তাদের পরাস্ত করতে হবে। কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আমি বিশ্বাস করি কর্মীরা পারবে। টাকার কোনও দাম নেই। জীবন দিয়ে যেটা সঞ্চয় করবেন, সেই কর্মের দাম থাকবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen