টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত্য, হতাশা ভুলে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন গিল

December 22, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৭: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ফের আলোচনায় পঞ্জাব শিবির। আসন্ন Vijay Hazare Trophy 2025-26 -এ অংশ নিতে প্রস্তুত পঞ্জাব দলে ফিরছেন শুভমন গিল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারতীয় দলে জায়গা না পাওয়ায় খানিকটা হতাশ থাকলেও, সেই হতাশা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটেই কামব্যাক করছেন ভারতের টেষ্ট ও একদিনের দলের অধিনায়ক।

১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন। যদিও এখনও অধিনায়কের নাম জানানো হয়নি, দলে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিলের পাশাপাশি আছেন বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা এবং তারকা পেসার অর্শদীপ সিং। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেললেও, বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন শুধু অভিষেক ও অর্শদীপ।

দলে আইপিএল-এ নজরকাড়া পারফরম্যান্স করা Prabhsimran, Naman Dhir, Anmolpreet Singh, Ramandeep Singh ও Harpreet Brar-এর মতো ক্রিকেটাররা ব্যাটিং ও অলরাউন্ড শক্তি বাড়িয়েছেন। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন গুরনূর ব্রার ও কৃষ ভগত।

তবে গিল, অভিষেক ও অর্শদীপ—এই তিনজন কত ম্যাচে পঞ্জাবের হয়ে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ ১১ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ এবং ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। গিল থাকবেন ওয়ানডে দলে, অন্যদিকে অভিষেক ও অর্শদীপ টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন।

গ্রুপ পর্যায়ে পঞ্জাবের প্রতিপক্ষ ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, গোয়া ও মুম্বই। ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে দল। সব ম্যাচই হবে জয়পুরে। গত মরশুমে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর, এবার ট্রফি জয়ের লক্ষ্যে অনেক বেশি আত্মবিশ্বাসী পাঞ্জাব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen