পরম-পিয়ার পুত্রের অন্নপ্রাশনে চাঁদের হাট, ছোট্ট নিষাদকে আশীর্বাদ করতে উপস্থিত মুখ্যমন্ত্রীও
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১১: সোমবার সেজে উঠেছিল টালিগঞ্জ ক্লাবের ফার প্যাভিলিয়ন। উপলক্ষ, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর একমাত্র পুত্র নিষাদের অন্নপ্রাশন। সোমবার ২২ ডিসেম্বর, টলিউডের এই বিশেষ অনুষ্ঠানে চাঁদের হাট বসল। তবে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রইল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতি। শত ব্যস্ততার মাঝেও পরম-পুত্রকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন তিনি।
এদিন টলিপাড়ার প্রায় সিংহভাগ তারকা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর আগমন আসরকে আরও বিশেষ করে তোলে। নবান্ন ও প্রশাসনিক হাজারও কাজের ব্যস্ত শিডিউল সামলে মুখ্যমন্ত্রী পৌঁছে যান টালিগঞ্জ ক্লাবে। পরমব্রত (Parambrata Chatterjee) ও পিয়ার কোলে থাকা ছোট্ট নিষাদ ওরফে ‘নডি’কে পরম স্নেহে আশীর্বাদ করেন তিনি। শুধু আশীর্বাদই নয়, খুদের জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন বিশ্ববাংলার একটি বিশেষ উপহারও, যা তিনি তুলে দেন তারকা দম্পতির হাতে।
অন্নপ্রাশনের গোটা অনুষ্ঠানটি সাজানো হয়েছিল গোলাপি থিমে। সেই থিমের সঙ্গে তাল মিলিয়েই সেজেছিলেন পরমব্রত ও পিয়া। বাবা-মায়ের সঙ্গে রং মিলান্তি করে ছোট্ট নিষাদকেও দেখা গেল গোলাপি ধুতি-পাঞ্জাবিতে। পরম-পিয়া জুটির রিসেপশনে কিছুটা গোপনীয়তা থাকলেও, ছেলের মুখেভাতে আয়োজনের কোনও খামতি রাখেননি দম্পতি।
অতিথিদের তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান, রাইমা সেন, ঋতাভরী চক্রবর্তী, পার্ণো মিত্র, অনুষা বিশ্বনাথন- কে ছিলেন না সেখানে! উপস্থিত ছিলেন শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকারের মতো নামী প্রযোজকরাও। জগত আলাদা হলেও রাজনীতির আঙিনার ব্যক্তিত্বরাও। মন্ত্রী অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং বাম নেতা শতরূপ ঘোষকেও দেখা গেল অনুষ্ঠানে। খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।
উদরপূর্তির আয়োজনেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া ও এলাহি বন্দোবস্ত। মেনুতে ছিল ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই, পোলাও, রুই মাছ, মাটন কষা এবং ফুলকপির রোস্ট। শেষপাতে মিষ্টিমুখের জন্য ছিল বিখ্যাত নকুরের মিষ্টি, সন্দেশ ও চমচম। সব মিলিয়ে, শীতের সন্ধ্যায় পরম-পুত্রের অন্নপ্রাশন হয়ে উঠল টলিপাড়ার এক জমজমাট মিলনমেলা।