যুবভারতী কাণ্ড: CBI তদন্তের আর্জি খারিজ, রাজ্যের ‘সিট’-এই আস্থা হাই কোর্টের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৫৫: যুবভারতী কান্ডে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT)-এর ওপরেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, রাজ্যের গঠিত সিট তাদের তদন্ত চালিয়ে যাবে।
যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ ডিসেম্বর কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অন্যান্য মামলাকারীরা রাজ্য পুলিশের (State Police) তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানান। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের গঠিত তদন্ত কমিটি পক্ষপাতদুষ্ট হতে পারে। সোমবার বিকেলে এই মামলার শুনানি শেষ হয় এবং রায়দান স্থগিত রাখে আদালত। পরে রাতে ঘোষিত রায়ে আদালত মামলাকারীদের সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দেয়।
এদিন হাই কোর্ট পর্যবেক্ষণে জানায়, কোনও ঘটনার তদন্ত করা পুলিশের সাংবিধানিক অধিকার। তদন্তের এই প্রাথমিক পর্যায়ে সিটকে ‘পক্ষপাতদুষ্ট’ বলা চলে না। আদালতের মতে, আইন মেনেই রাজ্য সরকার এই তদন্ত কমিটি গঠন করেছে এবং এর স্বপক্ষে গেজেট নোটিফিকেশনও রয়েছে। আইনত, এই ধরনের কমিটি গঠনের ক্ষেত্রে বিধানসভায় প্রস্তাব পাশ করানো বাধ্যতামূলক নয়।
সিবিআই তদন্তের আর্জি খারিজ করে আদালত জানায়, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া যায় না। একমাত্র বিরল এবং ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রেই পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআই-কে দেওয়া হয়। এক্ষেত্রে আদালত এখনই তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না।
তবে সিবিআই তদন্ত না দিলেও, আদালত রাজ্য সরকার (State Government) এবং আয়োজক সংস্থাকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত রাজ্যের গঠিত সিট-ই যুবভারতী কাণ্ডের তদন্ত এগিয়ে নিয়ে যাবে।