Weather Update: বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে । ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি থাকবে। ২৫ ডিসেম্বর তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রিতে। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বড়দিনে ৯ ডিগ্রিতে নামতে পারে পারদ। ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থাকতে পারে। শিলিগুড়ির ১১ ডিগ্রি, মুর্শিদাবাদ, বহরমপুর, আসানসোলে ১২ ডিগ্রি, বিষ্ণুপুরের ক্ষেত্রে ১১ ডিগ্রি, হাওড়া, মেদিনীপুরে ১৩ ডিগ্রি, দিঘা, সুন্দরবন, ডায়মন্ড হারবার, আলিপুরের ক্ষেত্রে ১৪ ডিগ্রিতে নামবে পারদ।