খসড়া ভোটার তালিকা প্রকাশ পরবর্তী পরিস্থিতি, বড়দিনের আগে শীতের ব্যাটিং, হরমনপ্রীতদের ম্যাচ, আজ নজর কোন কোন খবরে?

December 23, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: *খসড়া ভোটার তালিকা পরবর্তী পরিস্থিতি*
ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। একের পর এক অভিযোগ উঠছে। এখন শুনানির জন্য নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। প্রায় ১০ লক্ষ নোটিশ জারি করেছে কমিশন। জানা গিয়েছে, শনিবার থেকে শুনানি শুরু হবে।

*বড়দিনের আগে কেমন থাকবে শীত?*
দিন দুয়েক জাঁকিয়ে পড়া ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী। এই আবহে হাওয়া অফিস জানিয়ে দিল, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে! কুয়াশা, সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট পারদপতনের অন্যতম কারণ।

*ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা দলের দ্বিতীয় টি-টোয়েন্টি*
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন স্মৃতিরা। প্রথম ম্যাচে সহজে জয় পেয়েছে ভারত। ৮ উইকেটে জিতেছেন হরমনপ্রীত কৌরেরা। পাঁচ ম্যাচের সিরিজে আজ দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

*ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপড়েন*
ময়মনসিংহে দীপু হত্যা কাণ্ডকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন বাড়ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত দীপুচন্দ্র দাসের হত্যার বিচারের দাবি তুলেছে। বাংলাদেশও পাল্টা বিবৃতি দিয়েছে। শেখ হাসিনাও ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন। সোমবার থেকে দিল্লির ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের হাইকমিশন। আগেই বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen