রূপোলি পর্দায় ফের শাহরুখ-কাজল একসাথে? জোর জল্পনা

রূপোলি পর্দায় ফের একসাথে আসছেন শাহরুখ খান এবং কাজল? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে

March 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রূপোলি পর্দায় ফের একসাথে আসছেন শাহরুখ খান এবং কাজল? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, রাজকুমার হিরানির একটি সিনেমায় নাকি আবার একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ খান এবং কাজলকে।

তবে রাজকুমার হিরানির ওই সিনেমায় কাজলের পরিবর্তে দেখা মিলতে পারে করিনা কাপুর খানেরও। কিং খানের এই সিনেমায় কাজল না হলে করিনাকেই জুটি বাঁধতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও শাহরুখ খান, রাজকুমার হিরানি বা কাজল, করিনা এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

প্রসঙ্গত ২০১৫ সালে দিলওয়ালে-তে শেষ জুটি বাঁধতে দেখা গিয়েছে শাহরুখ খান এবং কাজলকে। পরিচালক রোহিত শেঠির ওই সিনেমায় শাহরুখ-কাজলের পাশপাশি দেখা যায় বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননকেও। 

এদিকে সম্প্রতি ভারত সফরে এসে বলিউড এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র প্রসঙ্গ তুলে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে উচ্ছ্বিসত শাহরুখ-কাজলের ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen