SIR Hearing: শুনানি পর্বে নজরদারির জন্য BLO অ্যাপে হাজির নয়া অপশন
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫০: বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হয়েছে হিয়ারিং। সামান্য বানানের ভুলেও বহু ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। এই আবহে BLO-রা ঠিক মতো কাজ করছেন? ভোটারদের নিয়ম মেনে নোটিশ পাঠানো হচ্ছে তো? তা জানতে এবার বিএলও অ্যাপে নয়া অপশন আনল কমিশন। সাফ কথায়, BLO-দের উপর চালানো হবে নজরদারি।
SIR সংক্রান্ত যাবতীয় কাজের জন্য BLO-দের জন্য একটি অ্যাপ আনে নির্বাচন কমিশন। ভোটারদের নথি আপলোড ছাড়াও SIR সংক্রান্ত একাধিক কাজ এই অ্যাপের মাধ্যমেই করেন বুথ স্তরের আধিকারিকরা। ফর্ম পূরণ ও আপলোড চলাকালীন অ্যাপে একাধিক অপশন এনেছিল কমিশন। ১২ বার নয়া অপশন যুক্ত করা হয়েছে। ফর্ম পূরণের পরও অপশন যোগ করা হয়েছে। হিয়ারিং চলাকালীন এবার জুড়ল আরও এক অপশন।
নয়া অপশনের নাম, ‘ডেলিভারি অব শিডিউল হিয়ারিং নোটিস।’ জানা গিয়েছে, যাঁদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাঁদের কাছে নোটিশ পৌঁছেছে কি-না, তাঁরা সেটা গ্রহণ করেছে কি-না তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এই অপশন এনেছে।
প্রসঙ্গত, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই কমিশন সাফ জানিয়েছিল, খসড়া লিস্টে নাম উঠলেই নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ নেই। হিয়ারিংয়ের ডাক পড়তে পারে। হিয়ারিং শুরু হতে দেখা গেল, বহু মানুষ BLO-র ফোন পেয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ও পদবির সঙ্গে মিলছে না বর্তমান বানান, তাতেই অনেকে ডাক পাচ্ছেন। কারও ক্ষেত্রে বাবার পদবির সঙ্গে মিলছে না সন্তানের পদবির বানান। আ-কার, ই-কার সমস্যায় নথি নিয়ে হাজিরার নির্দেশ দিচ্ছেন BLO। এই সমস্যার জন্য দায়ী খোদ কমিশন। ২০০২ সালের লিস্টে বহু ভোটারের ক্ষেত্রে নামে সমস্যা ছিল। পরবর্তীতে তাঁরা তা শুধরে নিয়েছেন নিয়ম মেনে। যেহেতু ম্যাপিং করা হয়েছে ২০০২ সালের ভোটার লিস্ট অনুযায়ী। তাই নামের বানানে ২০০২ সালের তালিকায় কোনও গন্ডগোল থাকলে, সেই অনুযায়ী ম্যাপিং হয়েছে। তারপর সংশোধন হয়েছে। ম্যাপিংয়ে যখন ২০০২ সালের লিস্টের সঙ্গে মেলানো হচ্ছে তা মিলছে না। তাতেই হিয়ারিংয়ে ডাক পড়ছে।