ঘন ধোঁয়াশার জেরে তলানিতে দৃশ্যমানতা, রাজধানীতে বিলম্বিত অন্তত ২০০ উড়ান
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫০: শীতের কুয়াশা আর দূষণ, অর্থাৎ ধোঁয়াশায় কার্যত নাজেহাল দিল্লির পরিবহণ ব্যবস্থা। আবারও মঙ্গলবার দিল্লি ও সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে ধোঁয়াশায় ঢাকা সকাল হল। গাজিয়াবাদ ও নয়ডা সহ বহু জায়গায় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে গিয়েছিল। যার জেরে ভোরের দিকে প্রায় ২০০টি উড়ান দেরিতে ছেড়েছে। বাতিল করা হয়েছে ১০টি উড়ান। ভোরের দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে গিয়েছিল।
সকাল ৮টায় খালি চোখে দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার। আজ, সকালে রাজধানী শহর ও সংলগ্ন এলাকার বাতাসের দূষণও ছিল ভয়ঙ্কর। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীর অ্যাপের তথ্য অনুসারে, সকাল ৮টায় AQI ছিল ৪১৪। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন ঘন ধোঁয়াশায় ঢাকা থাকবে রাজধানী এলাকা। ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দিল্লির বাতাসের মান খুব খারাপ স্তরে থাকবে।
দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী পঞ্জাব ও উত্তরপ্রদেশ ধোঁয়াশায় মোড়া থাকবে। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানও ধোঁয়াশার কবলে থাকবে। পাশাপাশি কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।