জাতীয় স্কুল কুস্তি চ্যাম্পিয়নশিপে যেতে গিয়ে দুর্ভোগ কুস্তিগিরদের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৫: উত্তরপ্রদেশে অনুষ্ঠিত ৬৯তম ন্যাশনাল স্কুল রেসলিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছে ওড়িশার অন্তত ১৮ জন তরুণ কুস্তিগির। অভিযোগ, রাজ্যের স্কুল দপ্তরের প্রশাসনিক ব্যর্থতার জেরেই এই অমানবিক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে পড়ুয়া ক্রীড়াবিদদের।
১০ জন ছেলে ও ৮ জন মেয়েকে নিয়ে গঠিত এই দলটিকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় পাঠানো হলেও তাঁদের জন্য আগাম নিশ্চিত রেল টিকিটের ব্যবস্থা করা হয়নি। ফলে ঠান্ডার মরসুমে তাঁদের জেনারেল কোচে যাত্রা করতে বাধ্য করা হয়। অভিযোগ অনুযায়ী, ট্রেনের শৌচালয়ের পাশে বসে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে কুস্তিগিরদের, যা তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং মর্যাদা—সবকিছুকেই প্রশ্নের মুখে ফেলেছে।
শুধু যাতায়াতই নয়, ফেরার পথেও একই পরিস্থিতির সম্মুখীন হন তাঁরা। দুই দিকের যাত্রার জন্যই কোনও নিশ্চিত টিকিটের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণ ক্রীড়াবিদরা ট্রেনের শৌচালয়ের পাশে বসে রয়েছেন। এই দৃশ্য সামনে আসতেই গোটা রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
খেলাধুলাপ্রেমী মানুষজন, অভিভাবক ও সাধারণ নাগরিকরা প্রশ্ন তুলেছেন—জাতীয় মঞ্চে রাজ্যের প্রতিনিধিত্ব করতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম যাতায়াত ব্যবস্থাও কেন নিশ্চিত করা হল না? এই ঘটনা স্কুল ক্রীড়া ব্যবস্থায় খেলোয়াড়দের সুরক্ষা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
আরও অভিযোগ, যাত্রাপথে কোনও অভিভাবক বা অভিভাবিকাকে সঙ্গে যেতে দেওয়া হয়নি, যা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরও বাড়িয়েছে। তীব্র সমালোচনার মধ্যেও এখনও পর্যন্ত Department of School & Mass Education-এর তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।