মধ্যপ্রদেশে বিজেপি নেতার হাতে নিগৃহীত দৃষ্টিহীন মহিলা! নিন্দায় সরব তৃণমূল

December 23, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: মধ্যপ্রদেশে এক দৃষ্টিহীন মহিলাকে নিগ্রহ ও তাঁর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল এক স্থানীয় বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে। মঙ্গলবার সমাজমাধ্যমে ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। X হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে বাংলার শাসক দল এই ঘটনাকে ‘বিজেপির ঘৃণার রাজনীতির চরম নিদর্শন’ বলে অভিহিত করেছে।

তৃণমূল কংগ্রেসের (TMC) অফিশিয়াল এক্স হ্যান্ডেলে করা পোস্টে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ওই ঘটনায় বিজেপির রাজনীতির আসল রূপ থেকে সমস্ত ভান বা মুখোশ খসে পড়েছে। অভিযোগ, মধ্যপ্রদেশের এক বিজেপি জেলা পদাধিকারী এক দৃষ্টিহীন মহিলাকে একটি গির্জার ভেতরে হেনস্থা করেন। ভিডিওতে দেখা গিয়েছে, ওই নেতা মহিলার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাঁকে মানসিকভাবে ভয় দেখাচ্ছেন এবং উপহাস করছেন।

তৃণমূলের দাবি অনুযায়ী, ওই বিজেপি নেতা নিগৃহীতা মহিলাকে উদ্দেশ্য করে বলেন, “তুমি এই জন্মে অন্ধ এবং পরের জন্মেও অন্ধই থাকবে।” তৃণমূলের অভিযোগ, এটি কোনও মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নয়। বরং এটি সেই ঘৃণার ভাষা, যাকে বিজেপির রাজনীতি স্বাভাবিক করে তুলেছে।

পোস্টে আরও অভিযোগ করা হয়েছে যে, ধর্ম ও ক্ষমতার দম্ভে নারী, সংখ্যালঘু এবং সমাজের দুর্বল শ্রেণিকে লক্ষ্যবস্তু করাই বিজেপির বিভেদকামী এজেন্ডা। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেও বিজেপির তরফে কোনও ব্যবস্থা না নেওয়া বা নীরবতা পালন করাকে ‘দায়বদ্ধতাহীনতা’ বলে কটাক্ষ করেছে জোড়াফুল শিবির। (ভিডিয়োর সত্যতা যাচাই করে নি দৃষ্টিভঙ্গি)।

বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, “ঠিক এই কারণেই বাংলা এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে। মানবতার বিনিময়ে কখনও রাজনীতি হতে পারে না।”

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen