‘ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগে দীপু হত্যা’, বিচারের প্রতিশ্রুতি দিয়ে ফের অডিও বার্তায় সরব হাসিনা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০২: বাংলাদেশে চলমান অস্থিরতা ও নৈরাজ্যের মধ্যেই ফের অডিও বার্তায় সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ধর্মীয় অবমাননার ‘মিথ্যে’ অভিযোগে নড়াইলের সংখ্যালঘু যুবক দীপু দাসের (Dipu Das) নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বললেন, ‘‘আমি বেঁচে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার করবই।’’ পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) সরাসরি দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার ছড়িয়ে পড়া ওই অডিও বার্তায় শেখ হাসিনাকে অত্যন্ত ক্ষুব্ধ ও আবেগপ্রবণ শোনা যায়। বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘‘দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, ওর দোষটা কী ছিল? কী অপরাধ ছিল তাঁর? সে তো সাধারণ এক গরীবের ছেলে।’’ প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেন, দীপু দাস ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো কোনো মন্তব্য করেছেন, এমন কোনো প্রমাণ মেলেনি। অথচ তাকে পিটিয়ে এবং পুড়িয়ে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে।
দেশের অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসিনা বলেন, ‘‘এরা কি সেইসব মানুষ যাদের আমি খাদ্য ও শিক্ষার ব্যবস্থা করেছিলাম?’’ তিনি প্রশ্ন তোলেন, এত মানুষের লাশ এবং জীবনহানিতে কি ড. ইউনূসের মন কাঁদে না? তাঁর অভিযোগ, গোপালগঞ্জে ড. ইউনূসের হুকুমে সরাসরি আওয়ামি লিগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, অথচ তার কোনো বিচার হচ্ছে না। উল্টে সমস্ত দোষ আওয়ামি লিগের ওপর চাপিয়ে মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘‘যারা মারে, তাঁদের দেওয়া হয় দায়মুক্তি ও পুরস্কার। আর মামলা হয় আমাদের ওপর। এই খেলাই বাংলাদেশে চলছে।’’
এদিকে বাংলাদেশে চলা নৈরাজ্যের জেরে আতঙ্কিত বহু মানুষ বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সীমান্তে এই অস্থির পরিস্থিতির মাঝেই শেখ হাসিনার এই বার্তা তাঁর দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল যোগাবে বলে মনে করা হচ্ছে।
নিহত দীপু দাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ‘‘সবাই ধৈর্য ধরুন। সত্যের জয় হবেই হবে।’’ যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।