রায়গঞ্জে উদ্ধার ১ লক্ষ ২০ হাজার বাংলাদেশি নোট, পাচারচক্রের শিকড় খুঁজছে কাস্টমস

December 23, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০:  বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের অভ্যন্তরে উদ্ধার হল বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা (Bangladeshi currency)। মঙ্গলবার ভোরে রায়গঞ্জ ও হেমতাবাদ থানার সীমান্তবর্তী ঠাকুরবাড়ি এলাকা থেকে এই টাকা উদ্ধার করে রায়গঞ্জ কাস্টমস। গোপন সূত্রে খবর পেয়ে চালানো এই অভিযানে পাচারকারীরা পালাতে সক্ষম হলেও উদ্ধার হয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার বাংলাদেশি নোট।

কাস্টমস (Customs) সূত্রে জানা গিয়েছে, একটি বড় পাচারচক্র সক্রিয় রয়েছে বলে তাদের কাছে গোপন খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার ভোরে কাস্টমসের একটি বিশেষ দল ঠাকুরবাড়ি এলাকায় নাকা চেকিংয়ের জন্য ওঁত পেতে ছিল। ভোরের দিকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে আসতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না দাঁড়িয়ে বাইকের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।

সঙ্গে সঙ্গে কাস্টমসের আধিকারিকরা গাড়িতে করে তাদের পিছু ধাওয়া করেন। বেগতিক বুঝে চলন্ত বাইক থেকেই রাস্তায় বাংলাদেশি কারেন্সি নোটের বান্ডিল ফেলে চম্পট দেয় ওই দুই যুবক। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২ টাকার বাংলাদেশি নোটের প্রায় ৬০ হাজারটি নোট। উদ্ধার হওয়া নোটগুলির মোট মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে কাস্টমস আধিকারিকদের অনুমান, উদ্ধার হওয়া নোটগুলি একেবারে নতুন এবং আগে কখনও ব্যবহার করা হয়নি।

এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রায়গঞ্জ কাস্টমসের সুপারিন্টেনডেন্ট অনুজ কুমার দাস। তিনি জানান, পলাতক দুই বাইক আরোহীর মধ্যে একজনের পরনে ছিল সিভিক ভলান্টিয়ারের পোশাক। সীমান্তে কড়া প্রহরার পরেও সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে কী করে এত বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা এল এবং তা কোথায় পাচার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনুজবাবু আরও জানান, এত বিপুল পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধারের ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন।

বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনাকে হালকাভাবে দেখছে না প্রশাসন। বিষয়টি ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে। পুলিশ ও কাস্টমস যৌথভাবে পলাতক দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen