INDWvsSLWT20: শেফালীর ঝোড়ো ৬৯*, ৭ উইকেটে ভারত হারাল শ্রীলঙ্কাকে

December 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: আজ ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি ২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় জেমিমারা।

দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় হারমান প্রীত কৌর। ২০ ওভারে শ্রীলঙ্কার মেয়েরা ৯ উইকেটে ১২৮ রান করে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ সামারাউইক্রামা ৩৩ ও আতাপাত্তু ৩১ রান করে। ভারতের হয়ে শ্রী চরণী, বৈষ্ণবী দুটি করে উইকেট নেয় ও একটি করে উইকেট নেয় স্নেহ রানা ও ক্রান্তি গৌড়।

ব্যাট করতে নেমে শেফালী ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১১.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৯ রান তুলে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ভারতের মেয়েরা। মাত্র ২৭ বলে ৬৯* রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফালী ভার্মা। শ্রীলঙ্কার হয়ে মাদারি, দিলহারি ও কাভিন্দি একটি করে উইকেট নেয়। ৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল হারমানপ্রীতরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen