SIR-র শুনানি প্রক্রিয়া শুরুর আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: আগামী ২৭ ডিসেম্বর রাজ্যে শুরু হতে চলেছে SIR-র শুনানি প্রক্রিয়া। তার ঠিক আগের দিন, আগামী শুক্রবার তৃণমূলের পাঁচ হাজারের বেশি সাংগঠনিক নেতা, সাংসদ, বিধায়ক, পুরসভা ও ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেলে এই ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, শুনানি–পর্ব নিয়ে তৃণমূল নেতাদের নির্দিষ্ট গাইডলাইন বৈঠকে বাতলে দিতে পারেন অভিষেক।
উল্লেখ্য, রাজ্যে ‘সার’ শুরু হওয়ার সময়ে অভিষেক ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেই সময়ে এনিউমারেশন প্রক্রিয়ায় তৃণমূলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ–১ এবং বিএলএ–২ টিমকে কী কী করতে হবে, তার নির্দেশও দিয়েছিলেন তিনি। প্রায় দেড় মাস ধরে চলা এনিউমারেশন প্রক্রিয়া অভিষেক নিজে প্রতিদিন মনিটর করেছেন বলে তৃণমূল নেতাদের বক্তব্য।
এই এনিউমারেশন প্রক্রিয়ায় তৃণমূলের বিএলএ–২ এবং সাংগঠনিক নেতৃত্বের মধ্যে সমন্বয় রক্ষার জন্য দলের প্রথম সারির ১৪ জন নেতাকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছিলেন অভিষেক। তৃণমূলের যে নেতারা এই জেলাওয়াড়ি দায়িত্ব সামলেছেন, তাঁদের একাধিক জনের কথায়, ‘আগামী ২৭ তারিখ শুনানি শুরু হওয়ার পরে যে জেলায় এনিউমারেশন প্রক্রিয়ার সময়ে যেতে হয়েছিল, সেই জেলাতেই ফের দায়িত্ব দেওয়া হতে পারে। শুনানি পর্ব চলার সময়ে কী কী বিষয়ে নজর রাখতে হবে, তার নির্দেশও দেওয়া হতে পারে।’