১৪ বছরেই ইতিহাস, বিজয় হাজারেতে ৩৬ বলে সেঞ্চুরি করে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৪: ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন—বয়স তাঁর কাছে শুধুই একটি মাত্র সংখ্যা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার হতাশা ঝেড়ে ফেলে বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়লেন বিহারের এই প্রতিভাবান ব্যাটসম্যান। বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই নিজের আক্রমণাত্মক মেজাজে ধরা দেন সূর্যবংশী। প্রতিপক্ষ বোলারদের কোনও রেয়াত না করে মাত্র ৩৬ বলেই নিজের শতরান পূর্ণ করেন তিনি।
১০টি চার এবং ৮টি ছক্কার সৌজন্যে আসা এই শতরান তাঁকে ভারতীয় লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। একই সঙ্গে ১৪ বছর ২৭২ দিনে লিস্ট ‘এ’ ক্রিকেটে শতরান করা সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হিসেবেও রেকর্ড গড়েছেন বৈভব। এর আগে এই তালিকায় ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির ছিল পঞ্জাবের অনমলপ্রীত সিংয়ের (৩৫ বল, ২০২৪-২৫ মরশুম)।
শুধু শতরানেই থামেননি সূর্যবংশী। তিনি ৫৪ বলেই ১৫০ রানে পৌঁছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলের বিশ্বরেকর্ড ভেঙে দেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরানের সর্বকালীন তালিকায় তাঁর নাম উঠে এসেছে জেক ফ্রেজার-ম্যাকগার্ক, কোরি অ্যান্ডারসন, শহিদ আফ্রিদি ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদের পাশে।
এই ইনিংস বৈভব সূর্যবংশীর ধারাবাহিক রেকর্ড ভাঙার গল্পেরই নতুন অধ্যায়। ২০২৫ সালের ঘরোয়া মরশুমে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে শতরান করে সিনিয়র টি-টোয়েন্টিতেও নিজের দাপট দেখিয়েছেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে ভারতীয় হিসেবে দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য—মাত্র ১২ বছর ২৮৪ দিনে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর এবং তিনি ভেঙেছেন শচীন টেন্ডুলকারও যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিদের রেকর্ড। বৈভব সূর্যবংশী এখন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের উজ্জ্বল মুখ।