যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে রাজ্যপাল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সকাল ১০টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে পৌঁছন তিনি। উপস্থিতির খবর ছড়াতেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে এসএফআই ছাত্র সংগঠনের সদস্যরা। সমাবর্তনের আবহে ফের পড়ুয়া অসন্তোষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর।
নির্ধারিত সময়ে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। তার মাঝেই চলতে থাকে এসএফআই-এর বিক্ষোভ। এই প্রসঙ্গে এসএফআই কলা বিভাগের সম্পাদক চিন্তন বিশ্বাস বলেন, “চার বছর পর স্থায়ী উপাচার্য কাজে যোগ দিয়েছেন। কিন্তু এখনও বহু গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কর্মী-আধিকারিক নেই। গত সাত বছর হয়নি ছাত্র সংসদ নির্বাচন। এই সমস্যা দ্রুত মেটানো প্রয়োজন। এই সব বিষয়ে আমরা রাজ্যপালকে স্মারকলিপি দিতে চাইছি।”
সংগঠনের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে রাজ্য এবং কেন্দ্রের তরফে যে অনুদান দেওয়া হয়, তা বন্ধ রয়েছে। শেষ দু’বছরের খতিয়ান অনুযায়ী, বকেয়া অর্থের পরিমাণ ৪০-৪২ কোটি টাকা।
বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিল-এর (এআইসিটি ) প্রাক্তন চেয়ারম্যান টিজি সীতারাম। ২০২২ সালের পর ২০২৫ সালে স্থায়ী উপাচার্যের হাত থেকে ছাত্রছাত্রী এবং গবেষকরা শংসাপত্র গ্রহণ করবেন। এ বছর স্নাতকোত্তীর্ণ ২,৪৪৭ জনকে, স্নাতকোত্তর উত্তীর্ণ ১,৬৬৯ জন এবং ৩৭৩ জন পিএইচডি স্কলারকে শংসাপত্র দেওয়া হবে।