একদিনে রেকর্ডের ছড়াছড়ি, ইশানের ৩৩ বলে শতরান, সাকিবুল ৩২ বলে, বৈভবের মাইলফলক থাকল না তিন ঘন্টার বেশি!
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩১: একই দিনে একের পর এক রেকর্ড ভাঙা গড়ার নজির দেখালেন ভারতীয় ক্রিকেটের যুব প্রতিভারা। Vijay Hazare Trophy 2025/26 এর উদ্বোধনী দিনে জোরদার ঝলক দেখালেন ঝাড়খণ্ডের এর ব্যাটসম্যান ইশান কিশান। কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩৯ বলে ১২৫ রানের ব্যাটিং করে ইশান তৈরি করলেন রেকর্ড। তার ৩৩ বলের শতরান এখন Vijay Hazare Trophy এর Elite Group ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড। ৭টি চার এবং ১৪টি ছয় মেরেই তিনি দেখালেন ব্যাটের জাদু।
একই দিনে অন্য আরেক ধামাকা রেকর্ডের নায়ক হলেন বিহারের তরুণ ক্রিকেটার সাকিবুল গণি। Arunachal Pradesh এর বিরুদ্ধে খেলার শুরুতেই মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভারতের List A ইতিহাসে দ্রুততম শতরান গড়লেন। মাত্র একটি ম্যাচে দুইজনের ব্যাটিংই ভক্তদের চোখ কপালে তুলেছে।
একই সঙ্গে, সাকিবুল গণির অবিশ্বাস্য পারফরম্যান্স তরুণ ভারতীয়দের সম্ভাবনার নতুন মানদণ্ড স্থাপন করল।
একদিনেই নতুন রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন এই দুই তরুণ—ইশান ও সাকিবুল। Vijay Hazare Trophy 2025/26 যেন এক রেকর্ডভাঙা মহোৎসবের মঞ্চে পরিণত হয়েছে।