দীর্ঘ জল্পনায় সিলমোহর! দু’দশক বাদে মহারাষ্ট্রের পুরভোটে একজোট উদ্ধব ও রাজ

December 24, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: দীর্ঘ জল্পনা আর গুঞ্জনের অবসান। অবশেষে মহারাষ্ট্রের রাজনীতিতে ‘মহাজোট’ গড়ে এক ছাতার তলায় এলেন দুই ভাই-উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে (Thackeray Brothers)। বুধবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা ঘোষণা করলেন, আসন্ন বৃহন্মুম্বই পুর নিগম (BMC) নির্বাচনে জোট বেধেই লড়বে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) (UBT) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। দুই তুতো ভাইয়ের এই পুনর্মিলন মুম্বইয়ের রাজনৈতিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

গত জুলাই মাসে দীর্ঘ দুই দশক পর দুই ভাইকে একসঙ্গে একটি মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনা ছিল, ঠাকরে পরিবারের বিবাদ মিটিয়ে রাজনৈতিক মঞ্চে এক হওয়ার বিষয়টি কেবল সময়ের অপেক্ষা। সেই জল্পনাতেই এদিন সিলমোহর দিলেন রাজ ও উদ্ধব।

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরে বলেন, “আমি সরকারিভাবে ঘোষণা করছি, শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একসঙ্গে ভোটে লড়বে। মুম্বই পাবে একজন মারাঠি মেয়র।” পাশেই বসা উদ্ধব ঠাকরেও আত্মবিশ্বাসী সুরে জানান, “যাই ঘটে যাক না কেন, মুম্বই আমাদের সঙ্গেই থাকবে।”

তাৎপর্যপূর্ণভাবে, ঠাকরেদের এই নতুন জোটের স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বহুল চর্চিত বয়ান-‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’। হিন্দুত্ব এবং মারাঠি অস্মিতাকে সামনে রেখেই যে তাঁরা এগোতে চাইছেন, তা এই স্লোগান চয়নেই স্পষ্ট। রাজ ঠাকরে এদিন আরও বলেন, “মারাঠিরা যা চান, সেটাই তাঁরা এবার পাবেন। এটা আমরা নিশ্চিত করছি।” একইসঙ্গে শিণ্ডে সেনা ও বিজেপি জোটে থাকা বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশেও বার্তা দিয়েছেন রাজ। তিনি জানান, যাঁরা বর্তমান সরকারে অখুশি, তাঁরা চাইলে এই নতুন জোটে যোগ দিতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে দুই দলের ভরাডুবিই এই জোটের মূল অনুঘটক। বিধানসভা ভোটে উদ্ধব ঠাকরে মুম্বই এলাকায় কোনওরকমে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেও, রাজ ঠাকরে নিজের ছেলেকে পর্যন্ত জেতাতে পারেননি। প্রবল অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েই পুরনো পারিবারিক বিবাদ ভুলে হাত মেলাতে বাধ্য হলেন বালাসাহেব ঠাকরের দুই উত্তরসূরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen