দল ঘোষণা করতেই ‘পরিবারতন্ত্রের’ অভিযোগ! রাজনীতি না বুঝেও ভাগ্নের জেদে প্রার্থী মামা, অস্বস্তিতে হুমায়ুন
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নিজস্ব দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিন্তু দল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রবল বিতর্কের মুখে পড়লেন তিনি। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের (Ballygunge Assembly by-election) প্রার্থী বদল এবং নতুন প্রার্থীর সঙ্গে বিধায়কের আত্মীয়তার সম্পর্ক সামনে আসতেই শুরু হয়েছে ‘পরিবারতন্ত্র’-এর জল্পনা। সবথেকে বড় চমক, স্বয়ং প্রার্থীই দাবি করছেন- তিনি রাজনীতির কিছুই বোঝেন না, কেবল ভাগ্নের জেদেই দাঁড়াতে বাধ্য হচ্ছেন!
বুধবার বালিগঞ্জ আসনে নিশা চট্টোপাধ্যায়কে (Nisha Chatterjee) সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসানের নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, আবুল হাসান সম্পর্কে হুমায়ুন কবীরের মামা (মায়ের খুড়তুতো ভাই)। মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা আবুল হাসান দীর্ঘ দিন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন এবং বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু রাজনীতির ময়দানে তিনি একেবারেই নবীন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই নিজের দ্বিধা ও অস্বস্তি গোপন করেননি অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্তা। সংবাদমাধ্যমের সামনে তিনি সোজাসাপ্টা বলেন, “হুমায়ুন আমার ভাগ্নে। ও আমাকে বলেছিল প্রার্থী হতে। কিন্তু আমি পুলিশে চাকরি করেছি, রাজনীতি একেবারে বুঝি না। ও তবুও বলছে দাঁড়াতেই হবে। আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে। অথচ এ নিয়ে আজ আমার সঙ্গে ওর কোনও কথাই হয়নি।” প্রার্থীর এই মন্তব্যেই স্পষ্ট, তিনি এই লড়াইয়ে নামতে মানসিকভাবে কতটা অপ্রস্তুত। আর এখান থেকেই বিরোধীদের কটাক্ষ, দল ঘোষণা করতে না করতেই পরিবারতন্ত্র শুরু করে দিয়েছেন হুমায়ুন।
অন্যদিকে, মামাকে প্রার্থী করার বিষয়টি অস্বীকার করেননি ভরতপুরের (Bharatpur) বিধায়ক। তবে তাঁর দাবি, পরিস্থিতি তিনি সামলে নেবেন। হুমায়ুন কবীর বলেন, “উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা বিষয়টা নিয়ে একটু চিন্তা করছেন। তবে এদিকটা আমি দেখে নেব। ওনাকে জেতানোর দায়িত্ব আমার।”
উল্লেখ্য, নিজস্ব দল ঘোষণার দিন বালিগঞ্জ কেন্দ্রের জন্য নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন। কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় নিশার একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধলে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। সেই শূন্যস্থানেই এবার নিজের মামাকে বসিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন হুমায়ুন কবীর। রাজনীতির অলিগলি না চেনা প্রাক্তন পুলিশ কর্তা ভাগ্নের জেদে শেষ পর্যন্ত ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার।