Mid Day Meal: দেশে ৫ বছরে কমল ৮৪ হাজার স্কুল, তালিকায় শীর্ষে BJP শাসিত রাজ্যগুলি

December 24, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: দেশে মিড-ডে মিল (Mid Day Meal) পরিষেবা প্রদানকারী স্কুলের সংখ্যায় বড়সড় পতন। গত পাঁচ বছরে দেশজুড়ে এই তালিকায় থাকা স্কুলের সংখ্যা কমেছে প্রায় ৮৪ হাজার। চাঞ্চল্যকর বিষয় হলো, স্কুল কমে যাওয়ার নিরিখে তালিকার প্রথম সারিতে রয়েছে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলি। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এই পরিসংখ্যান তুলে ধরেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জয়ন্ত চৌধরি।

কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্য অনুযায়ী, ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশে মিড-ডে মিল (বর্তমানে ‘Pradhan Mantri Poshan Shakti Nirman’ বা পিএম পোষণ) প্রদানকারী স্কুলের সংখ্যা ছিল ১১.১৯ লক্ষ। ২০২৪-২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০.৩৫ লক্ষে। অর্থাৎ, গত পাঁচ বছরে দেশে মোট ৮৪ হাজার ৪৫৩টি এমন স্কুল কমেছে, যা শতাংশের হিসেবে প্রায় ৭.৫ শতাংশ।

রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিংহের প্রশ্নের জবাবে যে তথ্য পেশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্কুল কমার হার সর্বাধিক। গত পাঁচ বছরে যোগী আদিত্যনাথের রাজ্যে মিড-ডে মিল প্রদানকারী স্কুল কমেছে ২৫ হাজার ৩৬১টি। ২০২০-২১ সালে সেখানে স্কুলের সংখ্যা ছিল ১.৬৭ লক্ষ, যা ২০২৪-২৫ সালে কমে হয়েছে ১.৪১ লক্ষ। আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে এই পাঁচ বছরে স্কুল কমেছে ২৪ হাজার ৭০৪টি। ১.১২ লক্ষ থেকে কমে সংখ্যাটি দাঁড়িয়েছে ৮৮ হাজার ২০৪-এ। অসমে কমেছে ৯ হাজার ৩২১টি স্কুল।

পরিসংখ্যান বলছে, দেশে মোট যে ৮৪ হাজার স্কুল কমেছে, তার মধ্যে প্রায় ৫৯ হাজার ৪০০টি স্কুলই বন্ধ হয়েছে উপরোক্ত তিনটি বিজেপি শাসিত রাজ্যে।

তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে (West Bengal) এই হ্রাসের হার অনেকটাই কম। বাংলায় ২০২০-২১ সালে মিড-ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা ছিল ৮৩ হাজার ৯৪৫, যা ২০২৪-২৫ সালে কমে হয়েছে ৮১ হাজার ৭৮৯। অর্থাৎ পাঁচ বছরে রাজ্যে কমেছে ২ হাজার ১৫৬টি স্কুল।

মন্ত্রী জানিয়েছেন, ২০২০-২১ থেকে ২০২১-২২ সালের মধ্যে, অর্থাৎ অতিমারির সময়ে দেশে সবচেয়ে বেশি স্কুল কমেছিল (৩৫ হাজার ৫৭৪টি)। এর মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই (Uttar Pradesh) বন্ধ হয়েছিল ২৫,১৯৭টি স্কুল। তাৎপর্যপূর্ণভাবে, ওই একই সময়ে পশ্চিমবঙ্গে একটিও সরকারি বা সরকার পোষিত স্কুল বন্ধ হয়নি।

কেন এই বিপুল সংখ্যক স্কুল বন্ধ হয়েছে, তার স্পষ্ট কোনও কারণ মন্ত্রকের তরফে জানানো হয়নি। তবে জানানো হয়েছে, বর্তমানে দেশে ১০.৩৫ লক্ষ স্কুলে প্রায় ১১ কোটি পড়ুয়ার নাম নথিভুক্ত রয়েছে এবং প্রতিদিন প্রায় সাড়ে আট কোটি শিশু গরম খাবার পায়।

শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে গত এপ্রিলে মাথাপিছু বরাদ্দ কিছুটা বাড়িয়েছে কেন্দ্র। বর্তমানে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য দৈনিক বরাদ্দ ৬.৭৮ টাকা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য ১০.১৭ টাকা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে প্রথমে ১২ হাজার ৪৬৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরে তা কমিয়ে ১০ হাজার কোটি করা হয়। আগামী ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এই প্রকল্পে ১২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen