প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! বিকট শব্দে থমকাল ট্রেন, কোচবিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন যাত্রীরা। বুধবার বিকেলে কোচবিহারের (Cooch Behar) মাসানকুড়া এলাকায় হঠাৎই বিকট শব্দে থেমে যায় ট্রেন। জানা গিয়েছে, প্যান্টোগ্রাফ ভেঙেই এই দুর্ঘটনা। তীব্র কম্পনে আতঙ্কিত যাত্রীরা প্রাণভয়ে ট্রেন থেকে নামতে হুড়োহুড়ি শুরু করে দেন। এর প্রভাবে ওই শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে।
রেল সূত্রে খবর, বুধবার দিনহাটা-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনটি বামনহাট থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল। বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি মাসানকুড়া এলাকায় পৌঁছতেই ঘটে বিপত্তি। আচমকাই ট্রেনের উপরের প্যান্টোগ্রাফ (ওভারহেড তার থেকে বিদ্যুৎ সংযোগকারী যন্ত্র) ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা ট্রেনটি। বিকট আওয়াজ করে মাঝপপথেই থমকে যায় চাকা।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী ঘটেছে বুঝতে না পেরে অনেকেই ভয়ে ট্রেন থেকে নিচে নেমে আসেন। পরে দেখা যায়, প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার কারণেই এই বিপত্তি। যাত্রীদের দাবি, আচমকা বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে এবং দাঁড়িয়ে যায়। এক যাত্রী বলেন, “হঠাৎ বিকট একটা শব্দ হল এবং ট্রেনটি দাঁড়িয়ে পড়ল। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে দেখি প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে। প্রায় ঘণ্টাখানেক আমরা এখানে আটকে আছি।”
দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটেছে। দীর্ঘক্ষণ লাইন অবরুদ্ধ থাকায় একাধিক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। খবর পেয়েই রেলের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। রেল আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে বড় কোনও বিপদ না ঘটায় এবং যাত্রীরা সুরক্ষিত থাকায় স্বস্তি ফিরেছে।