পার্ক স্ট্রিট থেকে পিসি চন্দ্র- ক্রিসমাস ইভে উৎসবমুখর তিলোত্তমা
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৯: বড়দিনের আগেই উৎসবের মেজাজে তিলোত্তমা। ক্রিসমাস ইভের সন্ধে নামতেই জাঁকিয়ে শীতের আমেজ থাকলেও, উৎসবের উষ্ণতায় কোনও খামতি নেই। আলোকমালায় সজ্জিত পার্ক স্ট্রিট থেকে শহরের নামী ক্লাব-সর্বত্রই যেন বাঁধভাঙা উচ্ছ্বাস।
উৎসবের কেন্দ্রবিন্দু যথারীতি পার্ক স্ট্রিট। সন্ধ্যা বাড়তেই অ্যালেন পার্কের সামনে তিল ধারণের জায়গা নেই। মানুষের ঢল আর গাড়ির চাপ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। তবে ভিড় বা জ্যাম- কোনও কিছুই দমাতে পারছে না উৎসবপ্রেমী বাঙালিকে। মাথায় সান্তা টুপি, রঙিন ক্যাট হেয়ার ব্যান্ড পরিহিত যুগলদের দেদার সেলফি আর হুল্লোড়ে বড়দিনের প্রাক-লগ্নে এটাই কলকাতার চেনা ছবি। পার্ক স্ট্রিটের মায়াবী আলোকসজ্জা এই উৎসবকে আরও উপভোগ্য করে তুলেছে। সেই ভিড় ক্রমশ এগিয়ে চলেছে সেন্ট পলস ক্যাথিড্রালের দিকে, যেখানে ঐতিহ্যবাহী ‘মিডনাইট মাস’ বা মধ্যরাতের প্রার্থনা দেখার টানে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ।
শুধু সন্ধে নয়, সকাল থেকেই শহরের বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্রগুলিতে ছিল উপচে পড়া ভিড়। চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি থেকে ভারতীয় জাদুঘর-সর্বত্রই অপ্রত্যাশিত জনসমাগম। কচিকাঁচা থেকে প্রবীণ নাগরিক, প্রত্যেকেই এদিন ছুটির মেজাজে।
রাতের কলকাতা সেজে উঠেছে অন্য রূপে। শহরের পাঁচতারা হোটেলগুলি যেমন-জে ডব্লিউ ম্যারিয়ট, হায়াত সেন্ট্রিক, নভোটেল, ওয়েস্টিন এবং ললিত গ্রেট ইস্টার্নে আয়োজন করা হয়েছে বিশেষ ক্রিসমাস ইভ পার্টির। হাউজ ডিজে এবং ডান্স ট্রুপের পারফরম্যান্সে জমে উঠেছে উদ্যাপন।
পিছিয়ে নেই শহরের ঐতিহ্যবাহী ক্লাবগুলিও। স্যাটারডে ক্লাবে পারফর্ম করছে জনপ্রিয় ব্যান্ড ‘বেস্ট কেপ্ট সিক্রেট’ ও ডিজে হরিশ। ক্যালকাটা সুইমিং ক্লাবে আসর জমাচ্ছেন বলিউডের বিখ্যাত সুরকার জুটি শঙ্কর-এহসান, সঙ্গে ডিজে সোনিয়া। অন্যদিকে টলি ক্লাবে ব্যান্ড ১৯৭২, সিসিএফসি-তে ডিজে আকব স্বামী ও দিল্লির ব্যান্ড ‘কিংস কোড’ এবং প্রিন্সটন ক্লাবে গায়িকা সোমদত্তার গানে মেতে উঠেছে শহরবাসী।
তবে এবারের ক্রিসমাস ইভে শহরের সবথেকে বড় আকর্ষণ বা ‘হাই-ডিম্যান্ড’ পার্টি হচ্ছে পিসি চন্দ্র গার্ডেনে। সেখানে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন। সব মিলিয়ে, বড়দিনের আগেই আলো, গান আর আনন্দের জোয়ারে ভাসছে কলকাতা।