‘শান্তির দীপ এসো ঘরে ঘরে’, বড়দিন উপলক্ষে নিজের লেখা গানে বিশ্বশান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

December 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: উৎসবের আমেজে আবারও স্বমহিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজো ও কালীপুজোর পর বড়দিনেও তাঁর কলম চলল পুরোদমে। নিজের লেখা গান সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি রাজ্যবাসীকে যেমন শুভেচ্ছা জানালেন, তেমনই দিলেন বিশ্বজুড়ে শান্তির ডাক।

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ও সঙ্গীত চর্চা অবিরাম। সেই ধারা বজায় রেখেই ২৪শে ডিসেম্বরের সন্ধ্যায় তিনি শেয়ার করলেন তাঁর নতুন গান। ৩ মিনিট ৫৩ সেকেন্ডের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (Sreeradha Bandyopadhyay)। গানের ছত্রে ছত্রে উঠে এসেছে যিশুর শান্তির বাণী এবং বিশ্বজুড়ে মৈত্রীর আহ্বান।

গানটির কথা—

“শান্তির দীপ এসো ঘরে ঘরে

তুমি প্রভু এসো হৃদয় জুড়ে

এসো পিতা ঘরে ঘরে

শান্তি দাও তুমি সবার তরে

তুমি বিশ্ব বিশ্বপিতা

আমাদের সবার নত মাথা…”

গানের ভিডিও চিত্রায়ণেও রাখা হয়েছে অভিনবত্বের ছোঁয়া। ভিডিওটিতে বড়দিনের সাজে সজ্জিত কলকাতার বিভিন্ন জায়গার দৃশ্যের পাশাপাশি দেখা গিয়েছে শিশুদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাটানো বিভিন্ন মুহূর্তের টুকরো ছবি।

উল্লেখ্য, রাজনীতির বাইরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীমনের পরিচয় নতুন কিছু নয়। সারা বছরই তিনি গান, কবিতা ও ছবি আঁকার চর্চা চালিয়ে যান। পুজো এবং ভাইফোঁটার পর এবার বড়দিনেও তিনি নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন। উৎসবের এই মরসুমে ‘বিশ্বপিতা’র চরণে শান্তির প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen