বড়দিনের আগের রাতে ফের রক্তাক্ত ঢাকা, চার্চের সামনে বোমার আঘাতে মৃত ১

December 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৯: বাংলাদেশ কোনওভাবে শান্ত হওয়ার নয়। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশে খুন হয়েছেন হিন্দু যুবক দীপু চন্দ্র দাস। সেই ঘটনায় তোলপাড় পড়েছে আন্তর্জাতিক মহলে। এবার বড়দিনের আগের রাতেই ফের রক্তাক্ত ঢাকা। সেখানে বোমাবাজিতে মৃত্যু হল একজনের। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুয়ায়ী স্থানীয় সময় বুধবার রাত পৌনে আটটা নাগাদ ঢাকার মগবাজার এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে পেট্রল বোমা ছোড়ে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বোমার আঘাতে নিউ ইস্কাটন এজি চার্চের কাছে মৃত্যু হয়েছে একজনের। সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক তদল্তের পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিহতের নাম সিয়াম (২৪)। তিনি ফ্লাইওভারের নীচে অবস্থিত ‘জাহিদ কার ডেকরেশন’ নামে একটি দোকানের কর্মচারী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কাজের ফাঁকে চা খেতে দোকানের বাইরে বেরিয়েছিলেন সিয়াম। ঠিক সেই সময়েই উপর থেকে বোমাটি ফেলা হয় এবং তা সরাসরি বিস্ফোরিত হয় তাঁর সামনে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বক্তব্য, সিয়াম একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। কাজের সূত্রেই তিনি ওই এলাকায় ছিলেন। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও পরে আত্মীয়রা এসে দেহ শনাক্ত করেন। বর্তমানে গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং দুষ্কৃতীদের খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen