আজ বড়দিন, আরও পারদপতন বাংলায়, নজর কোন কোন খবরে?
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২৩: *আজ বড়দিন*
আজ বড়দিন, গোটা বিশ্বে পালিত হচ্ছে উৎসব। বাংলার নানা প্রান্তে উৎসব মেতে উঠেছে মানুষ। দিকে দিকে চলছে পিকনিকের আয়োজন। সেন্ট পলস ক্যাথিড্রাল, চিড়িয়াখানা, ইকো পার্কমুখী জনতার ভিড় বাড়ছে। দিনভর উৎসব আয়োজনের খবরে নজর থাকবে।
*বাড়ছে শীতের দাপট*
রাজ্যে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। বুধবার কলকাতার পারদ ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। হাওয়া অফিস আগে জানিয়েছে, বড়দিনে বেশ কিছুটা নামতে পারে পারদ।
*বাংলাদেশ ফিরছেন জিয়াপুত্র তারেক রহমান*
অশান্তি বাংলাদেশ। এই আবহে ১৭ বছরেরও বেশি সময় পরে আজ দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেকের ঢাকায় প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী বছর বাংলাদেশে নির্বাচন রয়েছে। তার আগে তারেকের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
*বাজপেয়ীর জন্মবার্ষিকীতে লখনউয়ে মোদী*
আজ, বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। তাঁর জন্মবার্ষিকীতে উত্তরপ্রদেশের লখনউয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করবেন মোদী। মোদী কী বার্তা দেন, নজর থাকবে সেদিকে।