SIR in Bengal: কমিশনে নয়, ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে ফর্ম জমার নির্দেশ রেলের! ক্ষুব্ধ কর্মীরা

December 25, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৬: কনে কনে শীতেও SIR উত্তাপ ধরাচ্ছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যজুড়েই ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে জোর চাপানউতোর চলছে। রেলকর্মীদের আবার আলাদা করে নির্দিষ্ট বিভাগে ইনিউমারেশন ফর্ম জমা দিতে হচ্ছে। যা নিয়ে ক্ষোভ বাড়ছে রেলকর্মীদের।

রেলকর্মীদের অভিযোগ, ফর্ম জমা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। সুরক্ষার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। কয়েকদিন আগেই রেল কর্তৃপক্ষ, রেলকর্মীদের একটি ফর্ম আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দেয়। এই ফর্মে কর্মীর আগের ভোটার লিস্ট অনুযায়ী নাম এবং এপিক নম্বর উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়। বর্তমান অবস্থানও জানতে চাওয়া হয়। ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে কর্মীদের জমা দিতে বলা হয়। তা নিয়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে।

পূর্ব রেলের মেনস ইউনিয়নের এক পদাধিকারীর অভিযোগ, SIR সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। তারা নির্দেশ দেয়নি। কেন এনিয়ে রেল নির্দেশ জারি করল তা স্পষ্ট নয়। এতে বছরের শেষে নিরাপত্তার কাজ ব্যাহত হচ্ছে। কর্মীদের হয়রানিও হচ্ছে। রেলের বক্তব্য, কর্মীরা একটি জায়গার ভোটার কি-না, তা জানতে ফর্মপূরণ করানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen