পাখির চোখ ‘২০২৬’! নয়া বছরের শুরুতেই অভিষেকের উত্তরবঙ্গ সফর
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: বেজে গিয়েছে ভোটের দামামা। এবার ময়দানে তৃণমূলের সেনাপতি। তৃণমূলের দলীয় সূত্রে খবর, নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে ভোটের ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযান শুরু উত্তরবঙ্গ থেকেই, জানুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক। একাধিক জেলায় সভা, মিছিল করবেন তিনি।
তার আগে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এক সপ্তাহে পরপর দু’টি মেগা ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ ডিসেম্বর পাঁচ হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সেনাপতি। ২৮ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠক হবে এযাবৎকালের সর্ববৃহৎ। ওইদিন এক লক্ষ দলীয় কর্মীর সঙ্গে বসবেন অভিষেকের। SIR শুরুর আগে এবং SIR চলাকালীন দু’টি ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্বে দলের কাজ কী হবে, সে বিষয়ে নির্দেশ দিতে পারেন তিনি।
২৬ ডিসেম্বর পাঁচ হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক রয়েছে। বৈঠকের বিষয় রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’। সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিরা থাকবেন বৈঠকে। ১৫ বছরের ‘উন্নয়ন’ তুলে ধরার পাশাপাশি আগামী ১০ বছরের ‘লক্ষ্য’ মানুষের কাছে কীভাবে তুলে ধরতে হবে, সেটাই এই বৈঠকে ব্যাখ্যা করবেন অভিষেক। সূত্রের খবর, উন্নয়নের পাঁচালি শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হবে ওইদিন। গ্রাম-শহর সর্বত্র প্রচার কর্মসূচি নেওয়া হবে। প্রতিটি পাড়া, মহল্লা, এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তৃণমূল।
পরের বৈঠকই হবে আগামী রবিবার। ২৮ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল এজেন্ট, জনপ্রতিনিধি ও দলাীয় পদাধিকারীরা থাকবেন। মূলত SIR কেন্দ্রিক বৈঠক সেটি। সূত্রের খবর, শুনানি পর্ব শুরু হতে চলেছে, সেই বিষয়ে দলের তরফে বেশকিছু নির্দেশ দেওয়া হবে রবিবার ভার্চুয়াল বৈঠকে।
তৃণমূল সূত্রে খবর, ৩ জানুয়ারি জলপাইগুড়ি থেকে অভিষেক তাঁর অভিযান শুরু করতে চলেছেন। ওইদিন আলিপুরদুয়ারেও কর্মসূচি থাকবে তাঁর। ৭ জানুয়ারি ইটাহারে অভিষেকের কর্মসূচি হবে। কোচবিহার বা দার্জিলিঙের কর্মসূচির দিন এখনও জানা যায়নি। কোথাও জনসভা আবার কোথাও রোড শো হতে পারে। সব মিলিয়ে নতুন বছরের শুরু থেকেই ভোট যুদ্ধের শঙ্খে ফুঁ পড়তে চলেছে।