Bangladesh Unrest: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগ, দেশে ফিরলেন খালেদাপুত্র

December 25, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারিতে কাজ হল। পাঁচ দিনের মাথায় নিজেই পদত্যাগ করলেন ইউনূসের সহকারী। বুধবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পদত্যাগের খবর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর (Khoda Baksh Chowdhury) পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

ওসমান হাদির খুনের তদন্ত চলছে। হাদির মৃত্যুতে ইউনূস সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের দাবি জানিয়েছিল ইনকিলাব মঞ্চ। এক পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবক্স চৌধুরী। বুধবার রাতে, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। খোদাবক্সের ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। কেন এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গড়া হয়, তখন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসাবে নিয়োগ করেছিলেন ইউনূস। তিন বিশেষ সহকারীকে যথাক্রমে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন আইজি খোদাবক্স। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক সায়েদুর রহমান এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম। আমিনুল কয়েক মাস আগেই পদত্যাগ করেছিলেন। এবার পদত্যাগ করলেন খোদাবক্স।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। বৃহস্পতিবার সকালেই তিনি দেশে পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিলেট বিমানবন্দরে নেমেছে তারেকের বিমান। সেটিই ঢাকায় উড়ে আসবে। দুপুরের বিমানে ঢাকায় পৌঁছনোর কথা তাঁর। বুধবারই তারেকের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে খালেদার দল। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তারেকের।

বিমানবন্দরের বাইরেই তারেককে সংবর্ধিত করবেন বিএনপি-র নেতা-কর্মীরা। তারপর ঢাকার হাসপাতালে অসুস্থ খালেদাকে দেখতে যাবেন তারেক। সেখান থেকে তিনি যাবেন গুলশানের বাড়িতে। শুক্রবার পিতা তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তারেক। শনিবার হাদির সমাধিস্থলে যাওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তিনি। ওই দিনই তাঁর ভোটার হিসাবে আবেদন করার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার কথা।

অন্যদিকে, বুধবার বিকেলে মৌলবাদীরা হামলা চালালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এক যুবক ক্যান্টিনে প্রবেশ করে টেবিল-চেয়ার ভাঙচুর করেন। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করতে করতে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় তাঁকে। ‘আল্লা হু আকবর’ বলে চিকিৎকার করতে থাকেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক প্রথমে ক্যান্টিনের সামনে পোস্টারে লাথি মারেন। পোস্টার ছেড়ার চেষ্টা করেন। ভেতরে ঢুকে আসবাবপত্রে হামলা চালান। ওই সময় যুবকের আচরণে ভয় পেয়ে অনেকে ছুটে পালান। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুসূদন দে মধুর ক্যান্টিন শুরু করেন। ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম কেন্দ্রে পরিণত হয় এই ক্যান্টিনটি। ১৯৭১ সালের মার্চ মাসে অপারেশন সার্চলাইটের সময় পাক সেনাবাহিনী মধুসূদন দে-কে হত্যা করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen