রাজ্য সরকারের কর্মীদের সুখবর, ‘ডাইরেক্টরেট কমন ক্যাডার’ তৈরির ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৩: বাংলার সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বুধবার ‘ডাইরেক্টরেট কমন ক্যাডার’ তৈরিতে সবুজ সংকতে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের অধীনস্ত ডাইরেক্টরেটে কর্মরত রাজ্য সরকারী কর্মচারীরা উপকৃত হবেন। একলাফে কর্মীদের পদোন্নতির সুযোগ অনেকটাই বেড়ে গেল!
দীর্ঘদিন ধরেই এই দাবি জানাচ্ছিলেন কর্মীরা। সব দিক খতিয়ে দেখতে একটি হাইপাওয়ার কমিটি গঠন করেছিল নবান্ন। কমিটির প্রস্তাবে সায় দিয়ে কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।
রাজ্যে একশোর বেশি ডাইরেক্টরেটে প্রায় এগারো হাজার কর্মী কর্মরত আছেন। কর্মীরা এতদিন যে ডাইরেক্টরেটে কাজে যোগ দিতেন সেখান থেকে খুব বেশি হলে একটি প্রোমোশন পেতে পেতে অবসরগ্রহণের সময় চলে আসে। এবার আর তা হবে না। কমন ক্যাডার তৈরি করে প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তরের অধীনে আনার ফলে অন্যান্য ডাইরেক্টরেটেও কর্মীদের বদলির দরজা খুলবে বলে মনে করছে আধিকারিক মহল। ফলে পদোন্নতির সুযোগ বাড়বে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মতে রাজ্যের তরফে একটি গুরুত্ব পদক্ষেপ নেওয়া হল। কর্মীদের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক।
প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তরের বর্তমান পদসমূহের কোনও বদল না-করে পদকজয়ী ক্রীড়াবিদদের সেকশন অফিসার, ইউডিএ, এলডিএ এবং গ্রুপ-ডি পদে সরাসরি নিয়োগের জন্য ‘পশ্চিমবঙ্গ পরিষেবা বিধিমালা ২০২৫’ ছাড়পত্র দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।