ধুরন্ধর বিতর্কে ফের আগুন, ধ্রুবকে কটাক্ষ করলেন আদিত্য

December 25, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: রিলিজের প্রথম দিন থেকেই ‘ধুরন্ধর’ ছবি নিয়ে চলছে সাফল্য আর বিতর্ক—দুটোই। ট্রেলার বেরোনোর পর থেকেই ইউটিউবার ধ্রুব রাঠি ছবিটিকে কঠিন ভাষায় সমালোচনা করেছিলেন। আর ছবি যখন বক্স অফিসে ভালো ব্যবসা করছে, তখন ধ্রুবের দাবি—“এটা ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমা। একটা ইউটিউব ভিডিও দিয়েই এটাকে থামিয়ে দেব!”

এই কথাতেই রেগে যান পরিচালক আদিত্য ধর। নাম না করে ধ্রুবকে ‘ভিডিও মেকার’ বলে খোঁচা দিয়ে তিনি বলেন— “একজন ভিডিও বানানো মানুষ সমালোচনা করলেই সিনেমার কিছু যায়-আসে না। দর্শকরাই ধুরন্ধরকে সফল করছেন।”

আদিত্য আরও লিখেছেন—

“ধুরন্ধর এখন শুধু সিনেমা নয়, একটা উন্মাদনা। যারা বাধা দেবে, তাদেরও সুনামি ভাসিয়ে নিয়ে যাবে। এই ধুরন্ধর সুনামি ২০২৬ সালেও চলবে।”

অন্যদিকে ধ্রুব রাঠি তাঁর এক্স পোস্টে লেখেন—

“আমার ভিডিও দেখলে সবাই ধুরন্ধরকে খুব খারাপ মনে করবে। নির্মাতারা এই ভিডিওর জন্য প্রস্তুত নন।”

ভিডিও প্রকাশ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তর্ক-বিতর্ক। কেউ ধ্রুবকে সমর্থন করছেন, কেউ আবার বলছেন— তিনি বাড়াবাড়ি করছেন।

সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ এখন শুধু একটি ছবি নয়—সোশ্যাল মিডিয়ায় তর্ক, বক্স অফিসে সাফল্য, আর সমালোচনার ঢেউ—সবকিছুর মাঝেই এটি যেন আরও বেশি আলোচনায় উঠে আসছে। ধ্রুব রাঠির ভিডিও হোক বা আদিত্যর কটাক্ষ—প্রতিটি মন্তব্যই যেন আগুনে ঘি ঢালার কাজ করছে। তবে শেষ কথা বলছে দর্শকই। আর তাঁদের ভরসাতেই ‘ধুরন্ধর’ এখনো দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। বিতর্ক থামবে কিনা জানা নেই, কিন্তু ছবির হাওয়া যে এখনই কমছে না—তা বেশ স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen