বছর শেষের আগেই জোড়া মেগা বৈঠক অভিষেকের, কী বার্তা দেবেন সেনাপতি?
Authored By:
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: বছর শেষের আগে এক জোড়া মেগা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দু’টিই হবে ভার্চুয়াল মাধ্যমে। প্রথমটি হবে ২৬ ডিসেম্বর। সূত্রের খবর, রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’কে কেন্দ্র করে দেড় মাসের কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের নিয়ে ৫ হাজারের বেশি সদস্য থাকবেন বৈঠকে। পরেরটি হবে ২৮ ডিসেম্বর। SIR-র শুনানি পর্বে তৃণমূল বিএলএ ২-সহ এক লক্ষ দলীয় কর্মীকে সেদিন গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক। অভিষেকের দ্বিতীয় বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।
এক সপ্তাহে পরপর দু’টি মেগা ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ ডিসেম্বর পাঁচ হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সেনাপতি। ২৮ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠক হবে এযাবৎকালের সর্ববৃহৎ। ওইদিন এক লক্ষ দলীয় কর্মীর সঙ্গে বসবেন অভিষেকের। SIR শুরুর আগে এবং SIR চলাকালীন দু’টি ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্বে দলের কাজ কী হবে, সে বিষয়ে নির্দেশ দিতে পারেন তিনি।
২৬ ডিসেম্বর পাঁচ হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক রয়েছে। বৈঠকের বিষয় রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’। সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিরা থাকবেন বৈঠকে। ১৫ বছরের ‘উন্নয়ন’ তুলে ধরার পাশাপাশি আগামী ১০ বছরের ‘লক্ষ্য’ মানুষের কাছে কীভাবে তুলে ধরতে হবে, সেটাই এই বৈঠকে ব্যাখ্যা করবেন অভিষেক। সূত্রের খবর, উন্নয়নের পাঁচালি শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হবে ওইদিন। গ্রাম-শহর সর্বত্র প্রচার কর্মসূচি নেওয়া হবে। প্রতিটি পাড়া, মহল্লা, এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তৃণমূল। দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন অভিষেক। বাংলার প্রাপ্য আটকে রেখেছে দিল্লি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের তহবিল থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির বঞ্চনার পরেও উন্নয়ন থামেনি। এই বিষয়টিকে সামনে রেখে পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি গিয়ে চলবে প্রচার। সঙ্গে থাকবে সরাসরি ভোটযুদ্ধের আহ্বান।
পরের বৈঠকই হবে আগামী রবিবার। ২৮ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল এজেন্ট, জনপ্রতিনিধি ও দলাীয় পদাধিকারীরা থাকবেন। মূলত SIR কেন্দ্রিক বৈঠক সেটি। সূত্রের খবর, শুনানি পর্ব শুরু হতে চলেছে, সেই বিষয়ে দলের তরফে বেশকিছু নির্দেশ দেওয়া হবে রবিবার ভার্চুয়াল বৈঠকে। ২৭ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনের শুনানি পর্ব শুরু হওয়ার কথা। এবার সাংগঠনিক স্তরে থেকে একেবারে বুথস্তরে লড়াইয়ের সুর বেঁধে দিতে চলেছেন অভিষেক। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলেও তা নিয়ে পথে নামবে তারা। এই আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন অভিষেক। মনে করা হচ্ছে, বিভিন্ন জেলায় যেভাবে এর আগে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল, তেমন কিছু করতে পারেন অভিষেক।