বাস্তবের নায়ক ‘করিমূল হকের’ গল্প সিনেমায় ফুটিয়ে তুলতে চলেছেন দেব? টলিউডে জোড় গুঞ্জন!

December 25, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৬: বর্তমান সময় বাংলা সিনেমার রূপ অনেকটাই বদলেছে। বদল এসেছে চরিত্রে , অভিনয়ে, গল্পে। এই পরিবর্তনের অন্যতম কান্ডারিদেড় মধ্যে একজন হলেন সুপাস্টার দেব। এবার টলিউডে ফের একবার বাস্তবের মাটি ছুঁয়ে থাকা এক মানবিক গল্প বড়পর্দায় আসার ইঙ্গিত মিলছে। বাংলা ছবির ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, অনভিনেতা দেবকে এবার দেখা যেতে পারে একেবারে ভিন্ন এক চরিত্রে। উত্তরবঙ্গের মানুষের কাছে এক আশার নাম ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হক। যিনি নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে দুর্গম এলাকা থেকে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বছরের পর বছর ধরে অগণিত প্রাণ বাঁচিয়েছেন, সেই বাস্তব জীবনের লড়াই নিয়েই তৈরি হতে চলেছে সম্ভাব্য এই ছবি।

শোনা যাচ্ছে, ছবিটির নাম হতে পারে (Bike Ambulance Dada)। এই প্রজেক্টে দেবকে দেখা যাবে সম্পূর্ণ নন-গ্ল্যামারাস অবতারে—অতিরঞ্জিত নায়কোচিত রং ভেঙে এক সাধারণ মানুষের চরিত্রে, যিনি ব্যক্তিগত বেদনা থেকেই সমাজের জন্য লড়াইয়ের পথ বেছে নেন। ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় মাকে হারানোর পরই করিমূল হকের জীবনে আসে বড় মোড়। সেই শোক থেকেই জন্ম নেয় এক অটল সংকল্প—আর কাউকে যেন এমন অসহায় অবস্থার মুখোমুখি না হতে হয়। সেই ভাবনা থেকেই শুরু হয় তাঁর বাইক অ্যাম্বুল্যান্সের যাত্রা, যা আজও নিরলসভাবে চলছে।

দেবের বিপরীতে নায়িকা হিসেবে উঠে আসছে ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিকের নাম। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মাধ্যমে যিনি দর্শকের মন জয় করেছেন, তাঁর জন্য এই ছবি হতে পারে বড়পর্দায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন এই জুটিকে ঘিরেও আগ্রহ কম নয়।

উল্লেখ্য, করিমূল হকের মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এখনও পর্যন্ত ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, খবর অনুযায়ী আগামী বছরের বড়দিনে মুক্তি পেতে পারে এই ছবি। সবকিছু ঠিকঠাক থাকলে, দেবের কেরিয়ারে এটি হতে চলেছে এক সংবেদনশীল, বাস্তবধর্মী ও অনুপ্রেরণামূলক সংযোজন—যা বড়পর্দায় শুধু গল্প নয়, এক মানবিক দায়বদ্ধতার কথাও বলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen