বড়দিন পালনে বাধা! অসমের সেন্ট মেরি স্কুলে তাণ্ডব, কাঠগড়ায় বজরং দল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: বড়দিনের উৎসবের মাঝেই ছন্দপতন অসমে। নলবাড়ির পানিগাঁওয়ে একটি খ্রিস্টান মিশনারি স্কুলে বজরং দলের বিরুদ্ধে হামলার গুরুতর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বড়দিন পালনের বিরোধিতা করে দুষ্কৃতীরা ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান দিয়ে স্কুলে চড়াও হয় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
জানা গিয়েছে, পানিগাঁওয়ের সেন্ট মেরি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বজরং দলের কর্মীরা জোর করে স্কুল চত্বরে প্রবেশ করে এবং বড়দিন উদযাপনের প্রস্তুতির বিরোধিতা করে ভাঙচুর চালায়। স্কুল চত্বরের পাশাপাশি স্কুলের অদূরে একটি দোকানেও হামলা চালানো হয়। ওই দোকানে বড়দিন উদযাপনের জন্য স্যান্টা টুপি, মুখোশ ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হচ্ছিল। দোকানদারের ওপর চড়াও হয়ে জিনিসপত্র নষ্ট করার অভিযোগও উঠেছে ওই দলের বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলা পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই হামলার অভিযোগ পেয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “স্কুলে হামলার পাশাপাশি একটি দোকানেও হামলা চালিয়েছেন কয়েক জন। ওই দোকানে স্যান্টা টুপি, মুখোশ বিক্রি করা হচ্ছিল। জমা পড়া অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর রুজু করছি। যে দলটি হামলা চালিয়েছে, সেই দলে সব মিলিয়ে ন’জন ছিল বলে আমরা জানতে পেরেছি।”
২০১০ সালে প্রতিষ্ঠিত বঙ্গাইগাঁও ডায়োসিসের অন্তর্গত এই স্কুলে এখন প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্কুলের ফাদার জেমস ভাদাকেইল জানান, শীতকালীন ছুটির জন্য স্কুল ফাঁকাই ছিল। তাঁর বয়ান অনুযায়ী, দুপুর ৩টে নাগাদ কয়েকজন ব্যক্তি স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করেন। প্রিন্সিপালকে না পেয়ে ওই দলটি স্কুলের সম্পত্তিতে ভাঙচুর চালায় এবং ভর্তির বিজ্ঞাপনে ব্যবহৃত একটি ব্যানার নষ্ট করে দেয়। সেই সময় তারা ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ ধ্বনি দিচ্ছিল।