বাংলাদেশে হিন্দু হত্যায় কেন মৌন মোদী? বিজেপির ‘মেকি হিন্দুত্ব’ নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

December 25, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৫: বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় কেন্দ্র ও বিজেপির তীব্র সমালোচনা করলেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপির (BJP) কাছে হিন্দুত্ব কোনো আদর্শ নয়, বরং ভোটের বাক্স ভরানোর একটি হাতিয়ার মাত্র। এক সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির ‘ভণ্ডামির মুখোশ’ খুলে দেন বলে দাবি রাজনৈতিক মহলের।

বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর চলা অমানবিক নির্যাতন এবং দীপুচন্দ্র দাসের (Dipu Chandra Das) নৃশংস হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা নির্যাতিত হিন্দুদের পাশে আছি এবং এই বর্বরোচিত ঘটনার ধিক্কার জানাচ্ছি।” কিন্তু একইসাথে তিনি প্রশ্ন তোলেন, এই ভয়াবহ রক্তপাতের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন? বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের এই ‘রহস্যজনক নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যারা হিন্দুত্বের নামে রাজনীতি করে, সেই বিজেপি সরকার দীপুচন্দ্র দাসের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় সম্পূর্ণ চুপ। এতেই প্রমাণ হয়, হিন্দুত্ব তাদের কাছে ভোটের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়।”

পাশাপাশি, ওড়িশার (Odisha) সম্বলপুরে জুয়েল রানা নামের এক বাঙালি যুবকের পিটিয়ে মারার ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন শশী পাঁজা। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা এখন অপরাধে পরিণত হয়েছে। তিনি বলেন, “এটা আর রাজনীতি নয়, এটা বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জুয়েল রানাকে কোনো অপরাধ বা হিংসার জন্য নয়, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য, তাঁর বাঙালি সত্তার জন্য পিটিয়ে মারা হয়েছে।”

এই ঘটনায় বঙ্গ বিজেপির নীরবতাকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর কথায়, “বঙ্গ বিজেপি দিল্লির জুতোয় পা গলিয়ে বসে আছে। তারা মেরুদণ্ডহীন এবং দিল্লির আজ্ঞাবহ। একজন বাঙালির মৃত্যুতেও তাদের মুখে কোনো কথা নেই। কারণ তাদের কাছে বাঙালির রক্তের চেয়ে দিল্লির প্রতি আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ।”

বড়দিন পালন নিয়েও বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা টানেন মন্ত্রী। তিনি বলেন, “বাংলায় সম্প্রীতির সাথে সব ধর্ম পালিত হয়। অথচ বিজেপি শাসিত রাজ্যে বড়দিন পালনের জন্য মানুষকে হুমকি ও নিগ্রহের শিকার হতে হচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen