‘প্রেম? শান্তি? সম্প্রীতি?’ বড়দিনে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদের

December 25, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৫: বৃহস্পতিবার বড়দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বার্তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। দেশে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হওয়া বিভিন্ন হামলার ঘটনা নিয়ে এর আগেও একাধিকবার কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। এদিন প্রধানমন্ত্রী দিল্লিতে বড়দিনের এক প্রার্থনা সভায় যোগ দেন, কিন্তু তাঁর সেই অংশগ্রহণ ও বার্তাকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন এই তৃণমূল সাংসদ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রীর একটি পোস্ট উদ্ধৃত করে ডেরেক ও’ব্রায়েন বেশ কয়েকটি শব্দ লিখে প্রশ্নচিহ্ন জুড়ে দেন। নিজের সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “প্রেম? শান্তি? সহানুভূতি? সম্প্রীতি? সদিচ্ছা? ক্রিসমাস?”

রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর দেওয়া বার্তার সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতির ফারাক বোঝাতেই ডেরেক এই শব্দগুলোর পাশে প্রশ্নচিহ্ন ব্যবহার করেছেন। খ্রিস্টানদের ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ‘শুভেচ্ছা বার্তা’ কতটা প্রাসঙ্গিক, মূলত সেই দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen