SIR: ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে লক্ষ লক্ষ নাম বাদ যেতেই সরব তৃণমূল
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫০: বাংলা সহ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে এক ডজন প্রদেশে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তার মধ্যে ডবল ইঞ্জিন রাজ্যও রয়েছে একাধিক। সেই রাজ্যগুলিতে লক্ষ লক্ষ ভোটার নাম বাদ গিয়েছে, তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। পদ্ম নেতাদের প্রতি তৃণমূলের হুঙ্কার, বাংলার দিকে আঙুল তোলার আগে বিজেপি-শাসিত রাজ্যগুলির দিকে দেখুন।
চলতি বছরের ৪ নভেম্বর থেকে SIR প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৬ ডিসেম্বর বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ইনিউমারেশন পর্বে রাজ্য থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ মানুষের নাম। মূলত মৃত, স্থানান্তরিত, দুই ক্ষেত্রেই অনেকে বাদ গিয়েছেন। যদিও SIR শুরুর আগে থেকেই বিজেপি নেতারা দাবি করছিলেন, বাংলার ভোটার তালিকায় এক কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী ভোটার রয়েছে। খসড়া ভোটার তালিকায় বাংলায় রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের কোনও সন্ধান মেলেনি। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে থামেনি তৃণমূল। বিজেপি এহেন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ভোটার তালিকায় নাম বাদের প্রসঙ্গে সরব হল তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত কমিশনের তথ্য বলছে, বিজেপি-শাসিত রাজ্য গুজরাতে ৭৩ লক্ষ ৭৩ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহদের রাজ্য গুজরাত। বাংলার চেয়েও সেখানের জনসংখ্যা কম। ডবল ইঞ্জিন রাজস্থানে বাদ গিয়েছে ৪৪ লক্ষ। ছত্তিশগড়ে নাম বাদ পড়েছে ২৭ লক্ষ ৩৪ হাজার। আরও এক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ৪২ লক্ষ ৭৪ হাজার নাম বাদ গিয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরেই খোঁচা দিয়েছে তৃণমূল।
তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বিজেপির উদ্দেশ্যে বলেন, বাংলার জনসংখ্যা ও বিধানসভা আসনের নিরিখে অন্য ছোট রাজ্যগুলিতে লক্ষ লক্ষ লোকের নাম বাদ পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন, ওখানে ভুয়ো ভোটার কারা— রোহিঙ্গা, না আনুপ্রবেশকারী? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই ভোটারদের ভোটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এক বছরের মধ্যে তাঁরাই ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেলেন! নিজেদের শাসিত রাজ্যের ক্ষেত্রে কেন চুপ বিজেপি নেতারা, উঠছে প্রশ্ন।