বড়দিনের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দীঘার অদূরে পুড়ে ছাই তিনটি দোকান

December 26, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: বড়দিনের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দীঘার অদূরে পূর্ব মেদিনীপুরের রামনগর বাজারে পুড়ে ছাই হল তিনটি দোকান। পরপর ৩টি দোকান আগুনে জ্বলে গিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টি মিষ্টি এবং একটি স্টেশনারি দোকান। দোকানগুলিতে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি শর্টসার্কিটের কারণে ঘটেছে। যাবতীয় জিনিস পুড়ে যাওয়ায় উৎসবের মরশুমে কার্যত মাথায় হাত ব্যবসায়ীদের।

রাত আড়াইটে-তিনটে নাগাদ আগুন লাগে। জানা গিয়েছে, হঠাৎই রামনগরের বলোকবার বাজারে একটি মিষ্টি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। পার্শ্ববর্তী আর একটি মিষ্টি এবং স্টেশনারি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা চিৎকার শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টাখানেক সময় লেগে যায়।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। মিষ্টির দোকানে থাকা সাতটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনটি দোকানই পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের। পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen