Vijay Hazare Trophy: বিরাটের ঝোড়ো হাফ সেঞ্চুরি, রোহিত ফিরলেন Golden Duck-এ
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৪: চলতি বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচ দারুণ কামব্যাক করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই ফিরলেন রোহিত। তবে দুরন্ত ফর্মে আছেন কিং কোহলি। শুক্রবার তিনি করলেন ৭৭ রান।
দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। বিজয় হাজারেতেও সেই ফর্ম অক্ষত রয়েছে বিরাটের। প্রথম ম্যাচে ১৩১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি করেন কিং কোহলি। গুজরাতের বিরুদ্ধে ৭৭ রান করেন তিনি। মাত্র ৬১ বলে ৭৭ রান করলেন বিরাট।
রাজস্থানের সোয়াই মানসিং স্টেডিয়ামে শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। রোহিতকে দেখতে ভিড় জমেছিল ক্রিকেটপ্রেমীদের। রোহিত ভক্তদের নিরাশ করেন। টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় উত্তরাখণ্ড। ওপেন করতে নেমে প্রথম বলে ক্যাচ দিয়ে বসেন রোহিত। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।
প্রসঙ্গত, ওয়ান ডে দলে খেলতে হলে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI-র সেই নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বিরাট-রোহিত। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে ঘরোয়া ম্যাচগুলিতে অনুশীলনের সুযোগ পেলেন ‘রো-কো’।