নেতাজি ভবনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা।শুক্রবার সন্ধ্যায় অফিস টাইমে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল নেতাজি ভবন মেট্রো স্টেশনে। ঘটনার জেরে ব্লু–লাইনের একাংশে মেট্রো পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। সপ্তাহের শেষ কাজের দিনে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।
মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৫টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ দিন বিকেলে ব্যস্ত সময়ে নেতাজি ভবন স্টেশনে ডাউন লাইনে ট্রেন ঢোকার মুহূর্তেই আচমকা লাইনে ঝাঁপ দেন। চালক জরুরি ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। সঙ্গে সঙ্গে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (পাওয়ার ব্লক) করে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু করেন মেট্রো কর্মীরা ও আরপিএফ।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আপ লাইনে (দক্ষিণেশ্বরমুখী) ট্রেন বন্ধ থাকায় চরম উদ্বেগে পড়েন যাত্রীরা। অনেকেই বিকল্প পথের খোঁজে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস বা অন্য পরিবহনের দিকে ছুটছেন। মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলছিল দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। ফলে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত সাতটি স্টেশনে পরিষেবা বন্ধ রয়েছিল।
পুরো রুটে পরিষেবা শুরু হল ৬টা ১৫ নাগাদ।