বক্স অফিসে ‘ধুরন্ধর’ সুনামি! ২১ দিনেই ১০০০ কোটির ক্লাবে রণবীর

December 26, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩১: দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে স্বমহিমায় ফিরলেন রণবীর সিং। কোভিড পরবর্তী সময়ে টানা ব্যর্থতার পর অবশেষে ঘুরে দাঁড়ালেন তিনি। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মাত্র ২১ দিনেই বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে (Box Office) নতুন রেকর্ড গড়ল।

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও নানা বিতর্ক সঙ্গী করেই প্রেক্ষাগৃতে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’ (Dhurandhar)। কিন্তু মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে, মুক্তির মাত্র তিন সপ্তাহ বা ২১ দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ১,০০৬.৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে শুধুমাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৬৯ কোটি টাকা।

২০২৫ সালের বক্স অফিস লড়াইয়ে ভিকি কৌশলকেও জোর টেক্কা দিলেন রণবীর। চলতি বছরে ভিকি কৌশলের ‘ছাবা’ ৮০০ কোটি এবং ‘সাইয়ারা’ ৫৮০ কোটির ব্যবসা করে যে রেকর্ড গড়েছিল, তা অনায়াসেই ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। আয়ের নিরিখে এই মুহূর্তে ২০২৫-এর তালিকায় পয়লা নম্বরে রয়েছেন রণবীর সিং (Ranveer Singh)।

বলিউড ট্রেড অ্যানালিস্টদের (Bollywood Trade Analyst) দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে জাতীয় স্তরে এই ছবির আয় ছিল ২১৮ কোটি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ২৬১.৫০ কোটি টাকায়। তৃতীয় সপ্তাহে ব্যবসার গতি সামান্য কমলেও আন্তর্জাতিক বাজারের আয়ের ওপর ভর করে হাজার কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে ছবিটি।

গত কয়েক বছর ধরেই রণবীর সিংয়ের কেরিয়ার গ্রাফ ছিল নিম্নমুখী। বড় বাজেটের ছবি বা ভালো কনটেন্ট থাকা সত্ত্বেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখছিলেন না অভিনেতা। সমালোচকদের মুখেও ছিল নানা কটাক্ষ। তবে দক্ষিণী সিনেমার দাপটের মাঝে বলিউডের এই ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে এক বড় মাইলফলক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen