‘উপেক্ষা করা যায় না’, দীপু হত্যাকাণ্ডে মোদী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন উঠতেই বাংলাদেশকে কড়া বার্তা দিল্লির

December 26, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৮: বাংলাদেশে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় অবশেষে নীরবতা ভাঙল মোদী সরকারের (Modi govt)। প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার কড়া বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs of India)। নয়াদিল্লির (New Delhi) পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার আর উপেক্ষা করা সম্ভব নয়।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল, বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের ঘটনায় কেন মুখ খুলছে না কেন্দ্র? সেই আবহেই শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল (Randhir Jaiswal) পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর হামলার প্রায় ২,৯০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

সম্প্রতি ময়মনসিংহে দীপু দাস (Dipu Das) নামক এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির জেরেই দীপুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার বিচার চেয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “হিন্দু যুবক খুনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। ভারত চায়, দোষীদের দ্রুত ও কড়া সাজা দেওয়া হোক।” বিদেশ মন্ত্রকের মুখপাত্র দীপু হত্যাকে “বর্বর হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে এই ধরনের ঘটনাকে “উপেক্ষা করা বা একপাশে সরিয়ে রাখা যায় না।”

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ‘‘বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হামলা গুরুতর উদ্বেগের বিষয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা সকলেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত। আমরা বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের অবস্থান কী ছিল, কী হওয়া উচিত এবং কী হবে, সে বিষয়ে ধারাবাহিক ভাবে অবহিত করছি।’’

বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা-ও সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি (New Delhi)। রণধীর জায়সওয়াল বলেন, “আমরা এ ব্যাপারে আগেই বিবৃতি দিয়েছি। বাংলাদেশ যে বিকৃত ভাষ্য ছড়ানোর চেষ্টা করছে, তা খারিজ করা হয়েছে।”

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতের আধিকারিকরা বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড় নজর রেখেছেন এবং সে দেশের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের ওপর যে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ঢাকা’কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দীপু দাসের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen