অবশেষে ISL-এ কাটছে জট! ফেডারেশনের প্রস্তাবেই সিলমোহর দিতে চলেছে ক্লাব জোট

December 26, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০৫: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে তৈরি হওয়া জটিলতা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) গড়ে দেওয়া তিন সদস্যের বিশেষ কমিটির প্রস্তাব মেনেই দেশের এই শীর্ষ লিগ আয়োজনে সম্মত হতে চলেছে ক্লাবগুলি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাঠে গড়াতে পারে আইএসএল। বছর শেষে এমনই আশার বাণী উঠে এল কমিটি ও ক্লাবগুলির গুরুত্বপূর্ণ বৈঠকের পর।

শুক্রবার ফেডারেশনের বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্লাব প্রতিনিধিরা। সূত্রের খবর, সেখানে লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কমিটির দেওয়া প্রস্তাবেই সায় দিতে চলেছে ক্লাব জোট। গত বুধবারই নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা সেরে রেখেছিলেন ক্লাব কর্তারা। সেখানেই ঠিক হয়েছিল, লিগের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে দুই পক্ষই নিজেদের মতো করে প্রস্তাবনা তৈরি করবে। সেই অনুযায়ী শুক্রবারের বৈঠকে উভয় পক্ষের আলোচনার পর মোটামুটি ঐকমত্যে পৌঁছেছে দুই শিবির।

তবে এখনই সরকারিভাবে কিছু ঘোষণা করা হচ্ছে না। আগামী ২৯ ডিসেম্বর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। ফেডারেশনের কমিটির প্রস্তাব ও ক্লাবগুলির সম্মতির ফলে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে বল যে শীঘ্রই মাঠে গড়াতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। বছরের শেষে ভারতীয় ফুটবলের এই জট কেটে যাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফুটবল প্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen